নতুন জটে পঞ্চায়েত; দিতে হবে ৫০ লাখ টাকা ক্ষতিপূরণ, একজনকে সরকারি চাকরি
আইনজীবী অনিন্দ্যসুন্দর দাস এদিন হাইকোর্টে মোট ৩টি দাবিতে জনস্বার্থ মামলা দায়ের করেছেন।
নিজস্ব প্রতিবেদন : ফের মামলার জাঁতাকলে পঞ্চায়েত ভোট। এদিন হাইকোর্টে পঞ্চায়েত ভোট নিয়ে আবার একগুচ্ছ মামলা দায়ের হল। আইনজীবী অনিন্দ্যসুন্দর দাস এদিন হাইকোর্টে মোট ৩টি দাবিতে জনস্বার্থ মামলা দায়ের করেছেন। আগামিকাল শুক্রবার এই মামলাগুলির শুনানি হবে।
আদালতে অনিন্দ্যসুন্দর দাস অভিযোগ করেন, পঞ্চায়েত নির্বাচনের মনোনয়ন পর্ব থেকেই রাজ্যজুড়ে হিংসা ছড়িয়েছে। এই অশান্ত পরিবেশে কোনওভাবেই শান্তিপূর্ণ নির্বাচন সম্ভব নয়। সুষ্ঠু ও অবাধ নির্বাচনের দাবিতে পর্যাপ্ত নিরাপত্তা বাহিনী মোতায়েনের দাবি জানিয়েছেন অনিন্দ্যসুন্দর দাস। ভোটে কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের দাবি জানিয়েছেন তিনি।
আরও পড়ুন, ভুয়ো তথ্য পেশের অভিযোগ, দিলীপ ঘোষকে শিক্ষাগত যোগ্যতার নথি দেখাতে বলল হাইকোর্ট
পাশাপাশি, সিসিটিভির নজরদারিতে ভোটের দাবি জানিয়েছেন তিনি। সুষ্ঠু ভোট করতে তাঁর দাবি, প্রতিটি বুথে সিসিটিভি রাখার ব্যবস্থা করা হোক। একইসঙ্গে নির্বাচনী সংঘর্ষে নিহতদের পরিবারকে ক্ষতিপূরণ দেওয়ার দাবি জানিয়েছেন আইনজীবী অনিন্দ্যসুন্দর দাস।
আরও পড়ুন, কমিশন হোম ওয়ার্ক করেনি, পঞ্চায়েত ভোটের দিন চূড়ান্ত করবে ডিভিশন বেঞ্চ: সিঙ্গল বেঞ্চ
আদালতের কাছে তাঁর দাবি, মনোনয়ন পর্বে যাঁদের প্রাণহানি ঘটেছে, তাঁদের পরিবারকে ৫০ লাখ টাকা করে ক্ষতিপূরণ দেওয়া হোক। সেইসঙ্গে নিহতদের পরিবারের একজনকে দেওয়া হোক সরকারি চাকরি।