ত্রিকোণ প্রেম! LIC অফিসার খুনের তদন্তে নয়া মোড়, খোঁজ স্ত্রীর প্রেমিককে

উত্তম মোহান্ত খুনের ঘটনায় লিপিকার প্রেমিক অনির্বাণের নাগাল পেতে চাইছেন গোয়েন্দারা। পুলিস সূত্রে খবর, লিপিকা জেরায় যা জানিয়েছেন, তাতে উত্তর দিনাজপুরের ইসলামপুর বা তার আশপাশে গা ঢাকা দিয়ে থাকতে পারে অনির্বাণ। লিপিকাকে সঙ্গে নিয়ে উত্তর দিনাজপুর যেতে পারে পুলিস। গত ২৯ জুন দুপুরে খুন হন LIC-র ডেভলপমেন্ট অফিসার উত্তম মোহান্ত। বারাসতের মনুয়ার মতো লিপিকাও তাঁর স্বামীকে সরিয়ে দিয়েছে কিনা, তা নিয়ে শুরু হয় জোর চর্চা। গতকাল লিপিকাকে ফের আদালতে পেশ করে ৪ দিনের হেফাজতে চায় পুলিস। গোয়েন্দাদের যুক্তি ছিল, লিপিকা তদন্তে সাহায্য করতে রাজি হয়েছেন। তাই অনির্বাণের নাগাল পেতে তাঁকে আরও কয়েকদিন হেফাজতে পাওয়া প্রয়োজন। সেইমতো আরও ৩ দিন পুলিস হেফাজতের নির্দেশ দেয় আদালত। লিপিকার আইনজীবী সন্দীপ দত্তর দাবি, তাঁর মক্কেল নির্দোষ। উত্তম মোহান্তর জমি আত্মসাত করতে চান তাঁর দাদারা। তাই লিপিকার বিরুদ্ধে মিথ্যে মামলা সাজানো হয়েছে। 

Updated By: Jul 12, 2017, 09:28 AM IST
ত্রিকোণ প্রেম! LIC অফিসার খুনের তদন্তে নয়া মোড়, খোঁজ স্ত্রীর প্রেমিককে

ওয়েব ডেস্ক: উত্তম মোহান্ত খুনের ঘটনায় লিপিকার প্রেমিক অনির্বাণের নাগাল পেতে চাইছেন গোয়েন্দারা। পুলিস সূত্রে খবর, লিপিকা জেরায় যা জানিয়েছেন, তাতে উত্তর দিনাজপুরের ইসলামপুর বা তার আশপাশে গা ঢাকা দিয়ে থাকতে পারে অনির্বাণ। লিপিকাকে সঙ্গে নিয়ে উত্তর দিনাজপুর যেতে পারে পুলিস। গত ২৯ জুন দুপুরে খুন হন LIC-র ডেভলপমেন্ট অফিসার উত্তম মোহান্ত। বারাসতের মনুয়ার মতো লিপিকাও তাঁর স্বামীকে সরিয়ে দিয়েছে কিনা, তা নিয়ে শুরু হয় জোর চর্চা। গতকাল লিপিকাকে ফের আদালতে পেশ করে ৪ দিনের হেফাজতে চায় পুলিস। গোয়েন্দাদের যুক্তি ছিল, লিপিকা তদন্তে সাহায্য করতে রাজি হয়েছেন। তাই অনির্বাণের নাগাল পেতে তাঁকে আরও কয়েকদিন হেফাজতে পাওয়া প্রয়োজন। সেইমতো আরও ৩ দিন পুলিস হেফাজতের নির্দেশ দেয় আদালত। লিপিকার আইনজীবী সন্দীপ দত্তর দাবি, তাঁর মক্কেল নির্দোষ। উত্তম মোহান্তর জমি আত্মসাত করতে চান তাঁর দাদারা। তাই লিপিকার বিরুদ্ধে মিথ্যে মামলা সাজানো হয়েছে। 

.