Jalpaiguri Accident: দোকানে ঢুকল পুলিস ভ্যান, জখম ৯

মুখ্যমন্ত্রী ডিউটি সেরে ফিরছিলেন পুলিসকর্মীরা।

Updated By: Feb 17, 2022, 07:11 PM IST
Jalpaiguri Accident:  দোকানে ঢুকল পুলিস ভ্যান, জখম ৯

নিজস্ব প্রতিবেদন: নিয়ন্ত্রণ হারিয়ে সটান চায়ের দোকানে! মুখ্যমন্ত্রীর ডিউটি সেরে ফেরার পথে দুর্ঘটনার কবলে পড়ল পুলিসের গাড়ি। কোথায়? জলপাইগুড়ির বানারহাটে। আহত হলেন ৭ পুলিসকর্মী-সহ ৯ জন।

যেদিন চার পুরনিগমে ভোটের ফল ঘোষণা হল, সেদিন উত্তরবঙ্গ সফরে গিয়েছিলেন মুখ্যমন্ত্রী। গতকাল, বুধবার কোচবিহারে ২ নম্বর  সিদ্ধেশ্বরী এলাকায় বীর চিলা রায়ের (Vir Chila Roy) জন্মজয়ন্তী অনুষ্ঠান হয়। আয়োজক, দি গ্রেটার কোচবিহার পিপলস অ্যাসোসিয়েশন (The Greater Cooch Behar People's Association)। অনন্ত মহারাজের আমন্ত্রণে সেই অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন মুখ্যমন্ত্রী। 

আরও পড়ুন:  বিশ্বভারতীতে অবস্থান বিক্ষোভ, যৌথ আন্দোলনে বাম ছাত্র সংগঠন ও TMCP

পুলিস সূত্রে খবর, মুখ্যমন্ত্রীর উত্তরবঙ্গ সফরের সফরে কালিম্পং থেকে পুলিসকর্মীদের আনা হয়েছিল কোচবিহারে। এদিন পুলিস ভ্যান চেপে ফিরছিলেন তাঁরা। পুলিস সূত্রে, জলপাইগুড়ির বানারহাটে লক্ষ্মী পাড়া ভ্যানের নিয়ন্ত্রণ হারান চালক। এরপর রাস্তার পাশে একটি চায়ের দোকানে ঢুকে পড়ে ভ্যানটি। তখন ওই দোকানে ছিলেন ২ জন। স্রেফ ৭ জন পুলিসকর্মীই নন, দুর্ঘটনায় আহত হন তাঁরাও। 

আরও পড়ুন: নেশামুক্তির খোঁজে কলকাতা পাড়ি, মাঝরাস্তায় নয়ানজুলিতে ঝাঁপ যুবকের

আহতদের উদ্ধার করে প্রথমে নিয়ে যাওয়া হয় বানারহাট প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে। তিনজনের শারীরিক অবস্থা আশঙ্কাজনক। তাদেরকে পাঠিয়ে দেওয়া হয়েছে শিলিগুড়ির একটি বেসরকারি হাসপাতালে। কীভাবে দুর্ঘটনা ঘটল? তদন্ত চলছে বলে জানিয়েছেন জলপাইগুড়ির পুলিস সুপার দেবর্ষি দত্ত।

(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)

.