সরকারি শৌচাগারে দেদার নেশার ঠেক, নির্বিবার পুরসভা

ঢাকঢোল পিটিয়ে শহরজুড়ে তৈরি হয়েছে শৌচাগার। কিন্তু, তার ভেতরেই দেদার নেশার ঠেক। মদ, গাঁজা এমনকি হেরোইনও। অভিযোগ সব জেনেও হেলদোল নেই হাওড়া পুরসভার। নির্বিকার পুলিসও।

Updated By: Jan 11, 2018, 10:13 PM IST
সরকারি শৌচাগারে দেদার নেশার ঠেক, নির্বিবার পুরসভা

নিজস্ব প্রতিবেদন : ঢাকঢোল পিটিয়ে শহরজুড়ে তৈরি হয়েছে শৌচাগার। কিন্তু, তার ভেতরেই দেদার নেশার ঠেক। মদ, গাঁজা এমনকি হেরোইনও। অভিযোগ সব জেনেও হেলদোল নেই হাওড়া পুরসভার। নির্বিকার পুলিসও।

সামনে গেলেই মনে হবে ঢুকে পড়েছি কোনও গাঁজার ঠেকে। কিন্তু তা একদমই না। রাস্তার ধারে পুরসভার তৈরি করা শৌচালয়ের এমন হাল এখন।

আরও পড়ুন- ভিন রাজ্যে মৃত্যু বাঙালি শ্রমিকের, খুনের অভিযোগ করছে পরিবার

হাওড়া শহরজুড়ে তৈরি হয়েছে ৬০০টি শৌচাগার। খরচ হয়েছে প্রায় ৮ কোটি টাকা। কিন্তু তারপর থেকে একটি শৌচাগারেও নেই জল। দরজা ভাঙা। তার ওপর ব্যবহারের অযোগ্য।

যদিও পুরসভার সাফাই, জল আসলেই পরিস্থিতি সাভাবিক হয়ে যাবে সেখানে।

.