পাহাড়িয়া এক্সপ্রেসের সংরক্ষিত কামরায় যাত্রীর থেকে সর্বস্ব লুঠ

ফের প্রশ্নের মুখে রেলের নিরাপত্তা। পাহাড়িয়া এক্সপ্রেসে ছিনতাইবাজের দৌরাত্ম্য।  সংরক্ষিত কামরায় যাত্রীর থেকে সর্বস্ব লুঠের অভিযোগ উঠল।  দীঘা-নিউ জলপাইগুড়ি পাহাড়িয়া এক্সপ্রেসে পরিবার নিয়ে উঠেছিলেন বারাকপুরের রেল কলোনির বাসিন্দা স্বপন দে। ট্রেনের মধ্যেই তাঁর ব্যাগ ছিনতাই করে পালায় দুষ্কৃতীরা। অভিযোগ, বার বার ডেকেও দেখা মেলেনি রেল পুলিস ও GRP-র। পরে মালদহ স্টেশনে এসে অভিযোগ দায়ের করেন স্বপন দে।

Updated By: Jul 9, 2017, 11:54 AM IST
পাহাড়িয়া এক্সপ্রেসের সংরক্ষিত কামরায় যাত্রীর থেকে সর্বস্ব লুঠ

ওয়েব ডেস্ক : ফের প্রশ্নের মুখে রেলের নিরাপত্তা। পাহাড়িয়া এক্সপ্রেসে ছিনতাইবাজের দৌরাত্ম্য।  সংরক্ষিত কামরায় যাত্রীর থেকে সর্বস্ব লুঠের অভিযোগ উঠল।  দীঘা-নিউ জলপাইগুড়ি পাহাড়িয়া এক্সপ্রেসে পরিবার নিয়ে উঠেছিলেন বারাকপুরের রেল কলোনির বাসিন্দা স্বপন দে। ট্রেনের মধ্যেই তাঁর ব্যাগ ছিনতাই করে পালায় দুষ্কৃতীরা। অভিযোগ, বার বার ডেকেও দেখা মেলেনি রেল পুলিস ও GRP-র। পরে মালদহ স্টেশনে এসে অভিযোগ দায়ের করেন স্বপন দে।

আরও পড়ুন, টিকিট দালাল চক্রের রমরমায় বৈধ টিকিটও অবৈধও, চরম হেনস্থা

আরও পড়ুন, রেলে চাকরির নামে আন্তঃরাজ্য প্রতারণা চক্রের পর্দাফাঁস বাগুইআটিতে

 

.