রান্নার গ্যাসের মতো এবার ট্রেনের টিকিটেও ভর্তুকি ছেড়ে দিতে পারবেন যাত্রীরা

দেশগঠনে রান্নার গ্যাসের সিলিন্ডারে ভর্তুকি ছেড়ে দেওয়ার জন্য সম্ভ্রান্তদের কাছে 'give it up' আবেদন করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

Updated By: Jun 19, 2019, 11:26 PM IST
রান্নার গ্যাসের মতো এবার ট্রেনের টিকিটেও ভর্তুকি ছেড়ে দিতে পারবেন যাত্রীরা

শ্রেয়সী গঙ্গোপাধ্যায়

আয় বাড়াতে এবার নয়া ভাবনা রেলের। সব যাত্রীর কাছেই টিকিটে ভর্তুকি ছাড়ার আবেদন জানাতে চলেছে রেল। প্রথম মোদী সরকারের জমানায় রান্নার গ্যাসের সিলিন্ডারে ভর্তুকি ছেড়ে দেওয়ার আবেদন করেছিলেন প্রধানমন্ত্রী। তাতে কাজ দিয়েছিল। বহু মানুষ ছেড়ে দেন রান্নার গ্যাসের ভর্তুকি। সেভাবেই এবার রেলের টিকিটেও ভর্তুকি না নেওয়ার জন্য যাত্রীদের কাছে আবেদন জানাতে চলেছে রেল কর্তৃপক্ষ। 

দেশগঠনে রান্নার গ্যাসের সিলিন্ডারে ভর্তুকি ছেড়ে দেওয়ার জন্য সম্ভ্রান্তদের কাছে 'give it up' আবেদন করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ওই আবেদন ব্যাপকভাবে সফল হয়েছে বলে দাবি কেন্দ্রীয় সরকারের। মোদীর আবেদনে সাড়া দিয়ে ১ কোটিরও বেশি পরিবার ছেড়ে দিয়েছে রান্নার গ্যাসের ভর্তুকি। সাশ্রয়ের টাকাতেই 'উজ্জ্বলা যোজনা' শুরু করে কেন্দ্র। ওই যোজনায় গরিব পরিবারকে একেবারে ন্যূনতম মূল্যে রান্নার গ্যাসের পরিষেবা দেওয়া শুরু হয়েছে। সেই একই কায়দায় রেলকে লাভের মুখে দেখাতে ট্রেনের টিকিটে স্বেচ্ছায় ভর্তুকি ছেড়ে দেওয়ার আবেদন করতে চলেছে সরকার।          

Give it up' নামে প্রকল্প শুরুর তোড়জোড় শুরু করেছে রেল। টিকিট কাটার সময় যাত্রীদের দেওয়া হবে 'বিকল্প'। ভর্তুকিযুক্ত ও ভর্তুকিহীন টিকিট কাটতে পারবেন যাত্রীরা। স্বভাবতই ভর্তুকিহীন টিকিটের দাম বেশি হবে। 

যাত্রিবাহী ট্রেনে আর্থিক ক্ষতি কমাতেই এহেন উদ্যোগ। জানা গিয়েছে, যাত্রিবাহী ট্রেনে মাত্র খরচের মাত্র ৫৩ শতাংশ ওঠে টিকিটে। ইতিমধ্যেই বয়স্ক নাগরিকদের ক্ষেত্রে নয়া বিকল্প চালু করেছে রেল। এবার সকল যাত্রীদের জন্যেই শুরু হতে চলেছে 'ছেড়ে দিন' ভর্তুকি কর্মসূচি। 

আরও পড়ুন- শো মাস্ট গো অন, ট্রফিটা এনো তোমরা, বিশ্বকাপ থেকে ছিটকে গিয়ে আবেগতাড়িত গব্বর

.