শো মাস্ট গো অন, ট্রফিটা এনো তোমরা, বিশ্বকাপ থেকে ছিটকে গিয়ে আবেগতাড়িত গব্বর

ভিডিয়োবার্তায় আবেগতাড়িত শিখর ধাওয়ান। 

Updated By: Jun 19, 2019, 10:20 PM IST
শো মাস্ট গো অন, ট্রফিটা এনো তোমরা, বিশ্বকাপ থেকে ছিটকে গিয়ে আবেগতাড়িত গব্বর

নিজস্ব প্রতিবেদন: শিখর ধাওয়ানের বিশ্বকাপ অভিযান শেষ। বুড়ো আঙুলে চোটের কারণে দেশে ফিরে আসছেন ভারতের বাঁ হাতি উদ্বোধনী ব্যাটসম্যান। তাঁর অকস্মাত্ বিদায়ে হতাশ ক্রিকেটভক্তরা। ভক্তদের এমন ভালবাসায় আপ্লুত শিখর। ভিডিয়োবার্তায় তিনি জানান, ছেলেরা ভাল খেলছে। বিশ্বকাপ এনো তোমরা।   

বুধবার টিম ম্যানেজমেন্ট জানায়, বিশ্বকাপে শিখরের সেরে ওঠার সম্ভাবনা ক্ষীণ। চোট পুরোপুরি সারতে মাঝ জুলাই পর্যন্ত গড়িয়ে যাবে। আর সেই খবরে রীতিমতো ভেঙে পড়েছেন ভারতের ক্রিকেটভক্তরা। শিখরকে ছাড়া ভারতের উদ্বোধনী জুটি ভাবা যাচ্ছে না। ফর্মেও ফিরেছেন গব্বর। ক্রিকেটভক্তদের এমন ভালবাসা পেয়ে ধন্যবাদ জানালেন শিখর ধাওয়ান। 

ভিডিয়োবার্তায় আবেগতাড়িত শিখর বললেন,''আপনাদের ভালবাসায় আপ্লুত। বুড়ো আঙুলে চোটটা সারল না। দেশের হয়ে খেলতে চেয়েছিলাম। সুস্থ হওয়ার জন্য দেশে ফিরে যাওয়ার সময় হয়েছে। সুস্থ হয়ে পরের সিরিজে ফিরে আসব। ছেলেরা ভাল খেলছে। বিশ্বকাপ এনো তোমরা। সবাইকে ধন্যবাদ। ভালবাসা নিও''। 

৯ জুন ওভালে অস্ট্রেলীয় পেসার নাথান কুল্টার নাইলের বাউন্সারে বাঁ হাতের বুড়ো আঙুলে চোট পান শিখর ধাওয়ান। চোট নিয়েই ১১৭ রানের ইনিংস খেলেছিলেন। ম্যাচের পর স্ক্যান করার পর দেখা যায়, শিখরের আঙুলে চিড় ধরেছে। তখন দলের তরফে জানানো হয়, সেরে উঠতে অন্তত ৩ সপ্তাহ লাগবে শিখরের। তাঁর সেরে ওঠার আশায় পরিবর্ত চায়নি ভারত। তবে বিকল্প হিসেবে নিয়ে যাওয়া হয় ঋষভ পন্থকে। কিন্তু শিখরের পরিবর্তে তাঁকে চেয়ে আবেদন করেনি ভারত। কারণ, আইসিসি-র নিয়মে একবার কোনও ক্রিকেটারের পরিবর্ত চাইলে তিনি আর খেলতে পারবেন না। কিন্তু শেষরক্ষা হল না। দেশে ফিরে আসতে হচ্ছে গব্বরকে। দর্শকরা আর দেখতে পারবেন না, ক্যাচ নেওয়ার পর শিখরের সেই অভাবনীয় 'লে পাঙ্গা' অথবা সেঞ্চুরির পর দু হাত ছড়িয়ে সেলিব্রেশন। 

আরও পড়ুন- ICC World Cup 2019: পাকবধের পর দু'দিনের ছুটি কাটিয়ে অনুশীলনে ফিরল টিম ইন্ডিয়া

.