উধাও বৈরিতা, সৌভাতৃত্বে উজ্জ্বল দিনহাটা

শুধু সিপিএম, বিজেপি, কংগ্রেস, এসএউসিআই বা তৃণমূলই নয়, এখানে অন্যন্য দলের প্রার্থীদের সঙ্গেই দেখা মিলল যুব তৃণমূল(অর্থাত্ বিক্ষুব্ধ তৃণমূল) প্রার্থীরও। কিন্তু, পরস্পরের প্রতি বিক্ষোভের লেশ মাত্র নেই এঁদের চলনে বলনে।

Updated By: May 14, 2018, 04:11 PM IST
উধাও বৈরিতা, সৌভাতৃত্বে উজ্জ্বল দিনহাটা

নিজস্ব প্রতিবেদন: রোজ কত কী ঘটে যাহা-তাহা/এমন কেন সত্যি হয় না, আহা...পঞ্চায়েত ভোটের আবহে বাংলা জুড়ে যখন রাজনৈতিক হিংসা, দোষারোপ-পাল্টা দোষারোপ এবং আইনি লড়াইটাই দস্তুর হয়ে দাঁড়িয়েছে, তখন ভোটের দিন সকালে দিনহাটার কালিরপাড় স্কুলে যে দৃশ্য দেখা গেল তা আক্ষরিক অর্থেই ব্যাতিক্রমী। ভোটমুখী রাজ্যে তৃণমূল-বিজেপি-বাম-কংগ্রেস একে অপরকে আক্রমণের প্রতিযোগীতায় নামলেও, কালিরপাড় স্কুলে এইসব দলের প্রার্থীদের মধ্যে দেখা গেল বেনজির সৌভাতৃত্ব।  

দিনহাটায় ভোট মানেই অশান্তি এবং উত্তেজনা। কিন্তু দিনহাটার কালিরপাড় স্কুলে সত্যিই এবার উলটপুরাণের সাক্ষী হতে হল। এই স্কুলে রয়েছে ২১৮ এবং ২১৯ নম্বর বুথ। দুটি বুথেই সকাল থেকে শান্তিপূর্ণভাবে ভোটারদের লম্বা লাইন চোখে পড়েছে। আর সবচেয়ে উল্লেখযোগ্যভাবে চোখে পড়েছে প্রর্থীদের সৌভাতৃত্বপূর্ণ সহাবস্থানের ছবি। শুধু সিপিএম, বিজেপি, কংগ্রেস, এসএউসিআই বা তৃণমূলই নয়, এখানে অন্যন্য দলের প্রার্থীদের সঙ্গেই দেখা মিলল যুব তৃণমূল(অর্থাত্ বিক্ষুব্ধ তৃণমূল) প্রার্থীরও। কিন্তু, পরস্পরের প্রতি বিক্ষোভের লেশ মাত্র নেই এঁদের চলনে বলনে। আরও পড়ুন- বুথের মধ্যে বিজেপি এজেন্টকে চড় মন্ত্রী রবীন্দ্রনাথের

তবে, সম্প্রতিক অভিজ্ঞতায় এমন দৃশ্য তো বিরলের মধ্যে বিরলতম! তাঁদের মধ্যে কীভাবে এমন ভাতৃত্ব বোধ গড়ে উঠল? জি ২৪ ঘণ্টার প্রশ্নের উত্তরে প্রায় সমস্বরে সকলেই জানালেন, তাঁরা একই গ্রামের বাসিন্দা। কেউ কারও দাদা বা ভাই এবং এটাই তাঁদের কাছে স্বাভাবিক। সত্যিই তো, এটাই তো স্বাভাবিক। ভোটে হিংসা ও অশান্তি দেখতে অভ্যস্ত চোখে আসলে দিনহাটার কালিরপাড় স্কুল যেন এক চিলতে অস্বাভাবিকতা, তবু এমন ছবিই আশ্বস্ত করে...আরও পড়ুন- জলে ব্যালট, জ্যাংড়ায় বেপরোয়া বোমাবাজি-গুলি

.