কোটি টাকা মূল্যের জোড়া টিকটিকি! বাংলাদেশে পাচারের আগেই উদ্ধার

এই টিকটিকিগুলির লোম ও লালা দিয়ে তৈরি হয় মারণ রোগের ওষুধ। চিন ও ইউরোপের বাজারে এর ব্যাপক চাহিদা।

Updated By: Jun 25, 2018, 08:23 PM IST
কোটি টাকা মূল্যের জোড়া টিকটিকি! বাংলাদেশে পাচারের আগেই উদ্ধার
নিজস্ব ছবি

নিজস্ব প্রতিবেদন : বিরল প্রজাতির টিকটিকি পাচার করার সময় মালদা টাউন স্টেশন থেকে এক যুবককে গ্রেপ্তার করল মালদা জিআরপি। তাঁর কাছ থেকে উদ্ধার হয়েছে দুটি বিরল প্রজাতির টিকটিকি। যার প্রত্যেকটির বাজারমূল্য আনুমানিক এক কোটি টাকা। অভিযুক্ত যুবকের নাম হেলারিউস হাঁজদা।

টিকটিকিগুলি নিয়ে এদিন ব্রহ্মপুত্র মেলে অসম থেকে মালদা টাউন স্টেশনে আসেন অভিযুক্ত যুবক। তাঁর উদ্দেশ্য ছিল বিরল প্রজাতির এই টিকটিকিগুলিকে বাংলাদেশে পাচার করা। গোপন সূত্রে খবর পেয়ে মালদা টাউন স্টেশনে অভিযান চালায় জিআরপি। আর তখনই বমাল গ্রেফতার করা হয় হেলারিউস নামে ওই যুবককে। তাঁর কাছ উদ্ধার করা হয় টিকটিকি দুটিকে। অভিযুক্ত যুবককে ও টিকটিকি দুটি বন দফতরের হাতে তুলে দিয়েছে মালদা জিআরপি।

আরও পড়ুন, মোড়লের দাদাগিরি! গৃহবধূ, যুবককে ল্যাম্পপোস্টে বেঁধে চলল 'গণধোলাই'

উল্লেখ্য, মূলত উত্তর-পূর্ব ভারতের জঙ্গলে এই প্রজাতির টিকটিকিগুলিকে দেখা যায়। এই টিকটিকিগুলির লোম ও লালা দিয়ে তৈরি হয় মারণ রোগের ওষুধ। সেই কারণে চিন ও ইউরোপের বাজারে এর ব্যাপক চাহিদা রয়েছে।

.