কেন সূচ বিধিয়ে যন্ত্রনা দিত একরত্তি শিশুকে? পুলিসকে জেরায় জানাল সনাতন

Updated By: Aug 6, 2017, 06:00 PM IST
কেন সূচ বিধিয়ে যন্ত্রনা দিত একরত্তি শিশুকে? পুলিসকে জেরায় জানাল সনাতন

ওয়েব ডেস্ক: সূচকাণ্ডে ফের বয়ান বদল সনাতন ঠাকুরের। স্বপ্নাদেশ পেয়েই নাকি সে সূচ বিধিয়ে যন্ত্রনা দিত একরত্তি শিশুকে। উদ্দেশ্য তন্ত্র সাধনায় সিদ্ধিলাভ। পুলিসকে জেরায় জানাল সনাতন।

রোম জ্বালিয়ে বেহালা বাজিয়েছিল নিরো। সনাতন ঠাকুর গান গায়। মানসিক বিকৃতির জীবন্ত নমুনা সনাতন। বলছেন অনেক মনোরোগ বিশেষজ্ঞ। অপরাধ বিশেষজ্ঞদের মতে, সনাতন পাক্কা শয়তান। সনাতনের নিজের দাবি, সে নাকি তন্ত্রসাধক।

পুলিসি জেরায় সনাতন জানিয়েছে, শিশুর শরীরে সুচ বিদ্ধ করার স্বপ্নাদেশ পেয়েছিল সে। তাকে স্বপ্নে নাকি বলা হয়, শিশুটি যতই যন্ত্রনা পাবে ততই সে সিদ্ধিলাভ করবে। শিশুটির দেহে সুচ ফোটাতে মঙ্গলাও তাকে সাহায্য করেছে বলে দাবি সনাতনের।

এই বয়ান বদলকে বজ্জাতি হিসেবেই দেখছেন তদন্তকারীরা। এর আগে সনাতন জানায়, মঙ্গলার সঙ্গে তার সম্পর্কে বাধা হয়ে দাঁড়িয়েছিল ৩ বছরের শিশুটি। মঙ্গলা ও সনাতন যৌথভাবে শিশুটিকে সুচ বিধিয়ে শেষ করে ফেলার পরিকল্পনা নেয়।

বিভ্রান্ত করতেই সনাতন এখন তন্ত্রসাধনার গল্প ফাঁদছে বলে সন্দেহ তদন্তকারীদের। সূচকাণ্ড নিয়ে শিশু সুরক্ষা আয়োগকে রিপোর্ট দিয়েছেন পুরুলিয়ার জেলাশাসক। সেখানে সনাতনের দোষ স্বীকার করার উল্লেখ রয়েছে।

.