হাওড়া-শিয়ালদাকেও এবার হার মানাবে এই রেলস্টেশন!

দক্ষিণ ভারত থেকে হাওড়ার এক্সপ্রেস ধরেছেন? গন্তব্যে পৌছনোর আধঘণ্টার মধ্যে নজরে আসবে অনন্য দৃশ্য।

Updated By: Jun 12, 2018, 05:44 PM IST
হাওড়া-শিয়ালদাকেও এবার হার মানাবে এই রেলস্টেশন!

নিজস্ব প্রতিবেদন: ভোল পাল্টাচ্ছে সাঁতরাগাছি রেল স্টেশনের। হাওড়া থেকে নয়, ২০২০-র মধ্যে  দক্ষিণ পূর্ব রেলের সব ট্রেন ছাড়বে সাঁতরাগাছি থেকে।   চাপ সামলাতে ঢেলে সাজানো হচ্ছে পরিকাঠামো।

আরও পড়ুন: গরুর সঙ্গে প্রকাশ্যে ঘৃণ্য কাজ, ভাইরাল ভিডিও

দক্ষিণ ভারত থেকে হাওড়ার এক্সপ্রেস ধরেছেন? গন্তব্যে পৌছনোর আধঘণ্টার মধ্যে নজরে আসবে অনন্য দৃশ্য। সাজছে সাঁতরাগাছি। তৈরি হচ্ছে ছতলা স্টেশন বিল্ডিং। আধুনিক বিমান বন্দরে যেমন থাকে, হুবহু তেমনই পরিকাঠামো থাকবে সাঁতরাগাছিতে।

আরও পড়ুন: স্ত্রীর সঙ্গে আলাদা করে দেখা করতে চেয়ে অন্ধকারে শিক্ষক স্বামী যা করলেন...

কী ভাবে সেজে উঠছে সাঁতরাগাছি স্টেশন?

৬ তলা স্টেশন বিল্ডিংয়ে বিমানবন্দরের ধাঁচেই থাকবে ফুডকোর্ট

প্ল্যাটফর্ম থেকে প্ল্যাটফর্মে যেতে থাকবে অত্যাধুনিক ফুট ওভারব্রিজ

প্রতি ফুট ওভারব্রিজে থাকবে চলমান পথ বা ট্রাভেলেটর

ফুটব্রিজ থেকে প্ল্যাটফর্মে নামতে থাকবে চলমান সিঁড়ি বা এসকালেটর

ফুটব্রিজে প্রতিবন্ধী ও প্রাপ্ত বয়স্কদের জন্য থাকবে লিফট

প্রতি প্ল্যাটফর্মেই যাত্রীদের জন্য থাকবে ওয়েটিং রুম

এলিভেটেড ওয়ে হতে চলেছে সাঁতরাগাছির সবচেয়ে বড় আকর্ষণ।

.