ওভারহেডের তার ছিঁড়ে বন্ধ ট্রেন চলাচল, ভোগান্তিতে নিত্যযাত্রীরা

কর্মব্যস্ত সময়ে ট্রেন বন্ধ থাকায় ভোগান্তিতে নিত্য যাত্রীরা।

Updated By: Aug 7, 2018, 10:42 AM IST
ওভারহেডের তার ছিঁড়ে বন্ধ ট্রেন চলাচল, ভোগান্তিতে নিত্যযাত্রীরা

নিজস্ব প্রতিবেদন:  অফিস টাইমে ওভারহেডের তার ছিঁড়ে বন্ধ ব্যান্ডেল-হাওড়া লাইনে ট্রেন চলাচল। সপ্তাহের দ্বিতীয় দিনেই ভোগান্তিতে নিত্যযাত্রীরা।

আরও পড়ুন: পরিবহণ ধর্মঘটে রাস্তা থেকে গায়েব বেসরকারি বাস, নাজেহাল নিত্যযাত্রীরা

মঙ্গলবার সকালে পূর্ব রেলের লিলুয়া-বেলুড় মেন লাইনে ওভারহেডের তার ছিঁড়ে বিপত্তি। সকাল পৌনে দশটা থেকে বন্ধ ট্রেন চলাচল। আপ ও ডাউন লাইনে সব ট্রেন চলাচল বন্ধ। বিভিন্ন স্টেশনে দাঁড়িয়ে রয়েছে একাধিক ট্রেন। কর্মব্যস্ত সময়ে ট্রেন বন্ধ থাকায় ভোগান্তিতে নিত্য যাত্রীরা। অফিস পৌঁছতে অনেকেই বেছে নিচ্ছেন সড়কপথ।

আরও পড়ুন: ফুলশয্যার রাতেই দরজায় কড়া, ঘর থেকে বেরোতেই গলা শুকিয়ে গেল নব দম্পতির

রেলকর্মীরা ঘটনাস্থলে গিয়েছেন। মেরামতির কাজ শুরু হচ্ছে। তবে ট্রেন চলাচল কখন স্বাভাবিক হবে, তা বলা যাচ্ছে না। এদিকে, মঙ্গলবার পরিবহণ ধর্মঘট হওয়ার ফলে রাস্তায় বাস, অটোর সংখ্যাও নেহাতই কম। সব মিলিয়ে চরম ভোগান্তিতে নিত্যযাত্রীরা।

.