ক্যাম্পাসে পুলিস-পড়ুয়ার খণ্ডযুদ্ধ, রণক্ষেত্র মালদার শিক্ষা প্রতিষ্ঠান
বৃহস্পতিবার এবি গনিখান চৌধুরীর কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানে বিটেকের শেষ পরীক্ষা ছিল।
নিজস্ব প্রতিবেদন: কেন্দ্রীয় সরকার অনুমোদিত এবিএ গনিখান চৌধুরীর কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানে উত্তেজনা। ছাত্র ছাত্রীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে লাঠিচার্জ পুলিসের।
আরও পড়ুন: বিয়ের ১ বছরে মেটেনি চাহিদা, কালীপুজোর রাতে নিজের স্ত্রীকে ভরা রাস্তায় যা করলেন স্বামী
বৃহস্পতিবার এবি গনিখান চৌধুরীর কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানে বিটেকের শেষ পরীক্ষা ছিল। কলেজ সূত্রে জানা গিয়েছে, পরীক্ষার ফল কবে প্রকাশ করা হবে, তা কর্তৃপক্ষের কাছে জানতে চান পড়ুয়ারা। অভিযোগ, কর্তৃপক্ষ সঠিকভাবে তো কোনও উত্তর দেয়নি, উল্টে পড়ুয়াদের সঙ্গে দুর্ব্যবহার করে বলে অভিযোগ। তারপরই উত্তেজনা ছড়ায়। কলেজের মধ্যেই বিক্ষোভ দেখাতে শুরু করেন পড়ুয়ারা।
আরও পড়ুন: বিজেপির রথের পাল্টা খোল করতাল সহযোগে নাম সংকীর্তন কেষ্টর গড়ে!
কর্তৃপক্ষ থানায় খবর দেয়। খবর পেয়েই কলেজে চলে আসে পুলিস বাহিনী। পড়ুয়াদের উপর লাঠিচার্জ করে পুলিশ। প্রতিরোধ গড়ে তোলেন পড়ুয়ারাও। পড়ুয়া ও পুলিশের সংঘর্ষ মুহূর্তে রণক্ষেত্রের চেহারা নেয় শিক্ষা প্রতিষ্ঠানের ক্যাম্পাস। পরে বিশাল পুলিস বাহিনী গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। ক্যাম্পাসে কেন পুলিস ঢোকানো হল, তা নিয়ে প্রশ্ন তুলেছেন পড়ুয়ারা।