সঙ্কটজনক অবস্থায় রামকৃষ্ণ মঠ ও মিশনের অধ্যক্ষ স্বামী আত্মস্থানন্দ

সঙ্কটজনক স্বামী আত্মস্থানন্দ। রামকৃষ্ণ মঠ ও মিশনের অধ্যক্ষকে সর্বক্ষণের পর্যবেক্ষণে রাখা হয়েছে। চিকিত্সার দায়িত্বে ১৬ জন ডাক্তারের মেডিক্যাল টিম। হাসপাতালে গিয়ে অসুস্থ প্রেসিডেন্ট মহারাজকে দেখে এলেন মুখ্যমন্ত্রী। ২০১৫ সালের ফেব্রুয়ারি থেকেই বার্ধক্যজনিত নানা অসুখে ভুগছেন স্বামী আত্মস্থানন্দ। ৯৯ বছর বয়স। বুধবার বদলাতে হয়েছিল স্টেন্ট। তারপর থেকেই আরও অসুস্থ হয়ে পড়েন তিনি। রামকৃষ্ণ মঠ ও মিশনের প্রেডিডেন্টকে এখনও ভেন্টিলেশনে রাখা হয়েছে। বেলুড় মঠের তরফে প্রেস বিবৃতি দিয়ে জানানো হয়েছে, প্রেসিডেন্ট মহারাজের শারীরিক অবস্থা সঙ্কটজনক। ক্রিয়েটিনিন বেশি।CRP বেশি।WBC COUNT হাই। ইউরিয়া হাই।ব্লাড প্রেশার লো।এসবের সঙ্গে রয়েছে প্রায় ১০৬ ডিগ্রি জ্বর। রামকৃষ্ণ মিশন সেবা প্রতিষ্ঠানে প্রেসিডেন্ট মহারাজের চিকিত্‍সার দায়িত্বে রয়েছে ১৬ জন ডাক্তারের মেডিক্যাল টিম।  টিমের প্রধান ৫ জন হলেন, ডঃ সুকুমার মুখার্জি, উপদেষ্টা, ডঃ অশোকানন্দ কোনার, গ্যাসট্রোএন্টেরোলজিস্ট, ডঃ জয়ন্ত চক্রবর্তী, জেনারেল ফিজিসিয়ান, ডঃ অজয় সরকার, ক্রিটিক্যাল কেয়ার এক্সপার্ট, ডঃ কল্যাণ সরকার, ইউরোলজিস্ট,

Updated By: Jun 18, 2017, 05:03 PM IST
সঙ্কটজনক অবস্থায় রামকৃষ্ণ মঠ ও মিশনের অধ্যক্ষ স্বামী আত্মস্থানন্দ

ওয়েব ডেস্ক: সঙ্কটজনক স্বামী আত্মস্থানন্দ। রামকৃষ্ণ মঠ ও মিশনের অধ্যক্ষকে সর্বক্ষণের পর্যবেক্ষণে রাখা হয়েছে। চিকিত্সার দায়িত্বে ১৬ জন ডাক্তারের মেডিক্যাল টিম। হাসপাতালে গিয়ে অসুস্থ প্রেসিডেন্ট মহারাজকে দেখে এলেন মুখ্যমন্ত্রী। ২০১৫ সালের ফেব্রুয়ারি থেকেই বার্ধক্যজনিত নানা অসুখে ভুগছেন স্বামী আত্মস্থানন্দ। ৯৯ বছর বয়স। বুধবার বদলাতে হয়েছিল স্টেন্ট। তারপর থেকেই আরও অসুস্থ হয়ে পড়েন তিনি। রামকৃষ্ণ মঠ ও মিশনের প্রেডিডেন্টকে এখনও ভেন্টিলেশনে রাখা হয়েছে। বেলুড় মঠের তরফে প্রেস বিবৃতি দিয়ে জানানো হয়েছে, প্রেসিডেন্ট মহারাজের শারীরিক অবস্থা সঙ্কটজনক। ক্রিয়েটিনিন বেশি।CRP বেশি।WBC COUNT হাই। ইউরিয়া হাই।ব্লাড প্রেশার লো।এসবের সঙ্গে রয়েছে প্রায় ১০৬ ডিগ্রি জ্বর। রামকৃষ্ণ মিশন সেবা প্রতিষ্ঠানে প্রেসিডেন্ট মহারাজের চিকিত্‍সার দায়িত্বে রয়েছে ১৬ জন ডাক্তারের মেডিক্যাল টিম।  টিমের প্রধান ৫ জন হলেন, ডঃ সুকুমার মুখার্জি, উপদেষ্টা, ডঃ অশোকানন্দ কোনার, গ্যাসট্রোএন্টেরোলজিস্ট, ডঃ জয়ন্ত চক্রবর্তী, জেনারেল ফিজিসিয়ান, ডঃ অজয় সরকার, ক্রিটিক্যাল কেয়ার এক্সপার্ট, ডঃ কল্যাণ সরকার, ইউরোলজিস্ট,

আরও পড়ুন টাকা না পেয়ে মদ্যপ অবস্থায় ভাইকে খুন দাদার

দুপুর পৌনে দুটো নাগাদ অসুস্থ মহারাজকে দেখতে হাসপাতালে যান মুখ্যমন্ত্রী। আত্মস্থানন্দজির শারীরিক অবস্থা নিয়ে ডাক্তার ও সন্ন্যাসী মহারাজদের সঙ্গে কথা বলেন তিনি। রামকৃষ্ণ মঠ ও মিশনের ১৫তম প্রেসিডেন্ট তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠুন। এই প্রার্থনা করছেন তাঁর অনুরাগীরা।

আরও পড়ুন  সাত সকালেই পর পর দুর্ঘটনা

.