মুখ্যমন্ত্রীর মেদিনীপুর সফরের আগেই পুড়িয়ে দেওয়া হল সেতু
স্কুল-স্বাস্থ্যকেন্দ্র কিংবা বাজার- নিত্য দিনের যাতায়াতের একমাত্র পথই ছিল এই সেতু।
নিজস্ব প্রতিবেদন: মুখ্যমন্ত্রীর সফরের ঠিক আগেই পশ্চিম মেদিনীপুরের গোয়ালতোড়ে পুড়িয়ে দেওয়া হল একটি সেতু। অভিযোগের তির বিজেপির দিকে। যদিও অভিযোগ অস্বীকার করেছে বিজেপি। তাদের পাল্টা দাবি, দুর্নীতি ঢাকতে নিজেরাই সেতু পুড়িয়েছে তৃণমূল। ঘটনাকে ঘিরে চাপা উত্তেজনা গোয়ালতোড়ের মায়তা গ্রামে।
৩ ডিসেম্বর পশ্চিম মেদিনীপুরের কেশিয়ারিতে জনসভা করবেন মমতা বন্দ্যোপাধ্যায়। আগামীকাল ৪ ডিসেম্বর মেদিনীপুরে হবে প্রশাসনিক বৈঠক। তারপর ৫ তারিখ পূর্ব মেদিনীপুরের বাজকুলে জনসভা করবেন মুখ্যমন্ত্রী। তার আগেই সোমবার সকালে মায়তা গ্রামের বাসিন্দারা দেখেন, তাঁদের যাতায়াতের একমাত্র পথ সেতুটি পুড়ে গিয়েছে। শুধু মায়তা গ্রামের বাসিন্দারাই নন, ওই সেতু দিয়েই যাতায়াত করেন আশেপাশের প্রায় ১২ টি গ্রামের মানুষ।
আরও পড়ুন: ভারতে ঢোকার পথেই জঙ্গি সন্দেহে আটক ৯
স্কুল-স্বাস্থ্যকেন্দ্র কিংবা বাজার- নিত্য দিনের যাতায়াতের একমাত্র পথই ছিল এই সেতু। সেতু পুড়ে যাওয়া চরম বিপাকে বাসিন্দারা। মুখ্যমন্ত্রী সফরের ঠিক আগেই এক ঘটনাকে ঘিরে তৈরি হয়েছে রাজনৈতিক তরজা। তৃণমূলের অভিযোগ, মুখ্যমন্ত্রী আসার আগেই গ্রামে উত্তেজনা ছড়াতে সেতু পুড়িয়ে দেওয়া হয়েছে। রাজনৈতিকভাবে এলাকায় অশান্তি ছড়াতেই এই কাজ করেছে বিজেপি। যদিও তৃণমূলের অভিযোগ উড়িয়ে পাল্টা অভিযোগ তুলেছে বিজেপি।
আরও পড়ুন: পাঁচ দিনের দুই মেদিনীপুর সফরে আজ মুখ্যমন্ত্রী
বিজেপির দাবি, সেতু নির্মাণেই অনেক দুর্নীতি ছিল। মুখ্যমন্ত্রীর সফরের আগে সেই সব দুর্নীতি ঢাকতেই তৃণমূল কর্মীরাই পুড়িয়ে ফেলেছেন সেতু। খবর পেয়ে ঘটনাস্থলে যায় গোয়ালতোড় থানার পুলিশ। কে বা কারা এই ঘটনা ঘটিয়েছে তা খতিয়ে দেখা হচ্ছে।