ক্রেন দিয়ে ভৈরবের গর্ভ থেকে তোলা হল বাস

দড়ি ছিঁড়ে যাওয়ায়, পরে ১৫০ মিটারের দৈর্ঘ্যের  লোহার তার ক্রেনে লাগানো হয়। প্রশিক্ষিত ডুবুরি বাসটির মাথায় জিনিস রাখার খাঁচার সঙ্গে ক্রেনের অ্যাঙ্কারটি লাগিয়ে দেন। 

Updated By: Jan 29, 2018, 06:36 PM IST
ক্রেন দিয়ে ভৈরবের গর্ভ থেকে তোলা হল বাস

নিজস্ব প্রতিবেদন:  চারটি ক্রেন দিয়ে মুর্শিদাবাদের দৌলতবাদের ভৈরব নদীতে ডুবে যাওয়া বাসটিকে উদ্ধার করা হল। 

সকাল ৬টা নাগাদ দুর্ঘটনাটি ঘটে। নদীর জলের গভীরতা বেশি থাকায় প্রথমে ডুবে যাওয়া বাসটির হদিশ পেতেই অনেক সময় লেগে যায়। এরপর দড়ি দিয়ে বাসটিকে তোলার চেষ্টা করা হচ্ছিল। কিন্তু দড়ি ছিঁড়ে যাওয়ায়, পরে ১৫০ মিটারের দৈর্ঘ্যের লোহার তার ক্রেনে লাগানো হয়। প্রশিক্ষিত ডুবুরি বাসটির মাথায় জিনিস রাখার খাঁচার সঙ্গে ক্রেনের অ্যাঙ্কারটি লাগিয়ে দেন। এরপর আস্তে আস্তে ৪টি ক্রেন দিয়ে বাসটিকে তোলা চেষ্টা করা হয়।

জলতল থেকে কিছুটা বাঁকাভাবে বাসটিকে তোলা হল।কীভাবে বাসটিকে তোলা হল, রইল সেই ভিডিও

 

.