সম্পত্তি নিয়ে চরমে বিবাদ, ভাইকে গুলি করে খুনের অভিযোগ দাদার বিরুদ্ধে

আলিপুরদুয়ারের উত্তর অরবিন্দ নগরের এই ঘটনায় এবার রং লেগেছে রাজনীতিরও। 

Updated By: Jan 24, 2020, 06:05 PM IST
সম্পত্তি নিয়ে চরমে বিবাদ, ভাইকে গুলি করে খুনের অভিযোগ দাদার বিরুদ্ধে

নিজস্ব প্রতিবেদন: জমি নিয়ে পারিবারিক বিবাদের জেরে গুলি করে খুন। মৃত যুবকের নাম বাপি পণ্ডিত। অভিযুক্ত তাঁর জ্যাঠতুতো দাদা বিপ্লব পণ্ডিত। আলিপুরদুয়ারের উত্তর অরবিন্দ নগরের এই ঘটনায় এবার রং লেগেছে রাজনীতিরও। 

আরও পড়ুন: বাড়িতে চড়াও হয়ে অসুস্থ সন্তানকে নিয়ে নাচানাচি বৃহন্নলাদের, মৃত্যু সদ্যোজাতর

বছর তেইশের বাপি পণ্ডিত তাঁর জেঠুর বাড়ির সামনে জমি কিনেছিলেন। জেঠতুতো দাদা বিপ্লব পণ্ডিত সেই জমি নিজের বলে দাবি করেন। ঝামেলা সেই নিয়েই। বৃহস্পতিবার  রাত ১১টা নাগাদ জেঠুর বাড়িতে যান বাপি। সেখানেই বিপ্লব তাঁকে  গুলি করে বলে অভিযোগ। হাসপাতালে নিয়ে যাওয়া হলে  বাপি পণ্ডিতকে মৃত ঘোষণা করা হয়।  অভিযুক্তকে বিজেপি কর্মী বলে দাবি তৃণমূলের।

আরও পড়ুন: পান্তা ভাতে মিশেছিল আড়াই ইঞ্চি লম্বা সূচ, খেতে গিয়ে বিঁধল গলায়! তারপর...

জেলা পুলিস সুপার নগেন্দ্র নাথ ত্রিপাঠিরও দাবি অভিযুক্ত বিজেপি কর্মী। জেলা বিজেপির সভাপতি গঙ্গাপ্রসাদ শর্মার দাবি পারিবারিক বিবাদের ঘটনাকে নিয়ে রাজনীতি করছেন পুলিস সুপার। ঘটনার পর থেকেই খোঁজ নেই অভিযুক্ত বিপ্লব পণ্ডিতের। এদিকে এই ঘটনায় বিপ্লব পণ্ডিতের ভগ্নিপতিকে গ্রেফতার করেছে পুলিস।

.