চোলাই মদে বিষক্রিয়ায় মৃত ৫, বাড়তে পারে সংখ্যা

বমি, পেট ব্যাথা, গলা শুকিয়ে আসা, মুখ দিয়ে গ্যাঁজলা বেরনো- মঙ্গলবার রাতে  শান্তিপুরের চৌধুরী পাড়ার বেশ কয়েক জন যুবকের মধ্যে একই ধরনের উপসর্গ দেখা দেয়। 

Updated By: Nov 28, 2018, 11:46 AM IST
চোলাই  মদে বিষক্রিয়ায় মৃত ৫, বাড়তে পারে সংখ্যা

নিজস্ব প্রতিবেদন:  চোলাই মদ খেয়ে মৃত্যু হল পাঁচ জনের। অসুস্থ হয়ে হাসপাতালে চিকিত্সাধীন আরও ২। নদিয়ার শান্তিপুরের ঘটনা। মৃতের সংখ্যা আরও বাড়ার আশঙ্কা রয়েছে।

আরও পড়ুন: পুরনিগম আইনে সায় রাজ্যপালের, ফিরহাদের মেয়র হওয়ার পথে কাটল বাধা

বমি, পেট ব্যাথা, গলা শুকিয়ে আসা, মুখ দিয়ে গ্যাঁজলা বেরনো- মঙ্গলবার রাতে  শান্তিপুরের চৌধুরী পাড়ার বেশ কয়েক জন যুবকের মধ্যে একই ধরনের উপসর্গ দেখা দেয়। প্রাথমিক চিকিত্সা করা হলেও অবস্থার  উন্নতি  না হওয়ায় হাসপাতালে নিয়ে যাওয়া হয়। হাসপাতালেই মৃত্যু হয় ৫ জনের। এখনও আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে চিকিত্সাধীন ২। তাঁদের অবস্থার খুব একটা উন্নতি হচ্ছে না বলে জানিয়েছেন চিকিত্সকরা।

আরও পড়ুন: প্রতি বছর ফায়ার অডিট না করলে বাতিল হতে পারে লাইসেন্স, আসছে বিল

 

চোলাই মদে বিষক্রিয়ার ফলেই মৃত্যু হয়েছে বলে প্রাথমিকভাবে মনে করা হচ্ছে। স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, বর্ধমানের সাতগেছিয়া থেকে নৌকা করে চোলাই মদ আসত। এবিষয়ে প্রশাসনকেও নাকি একাধিকবার জানানো হয়েছে। প্রশাসন কড়া পদক্ষেপ করলে  মাঝে কয়েকদিন চোলাই সরবরাহ বন্ধ ছিল। তারপর ফের চোলাইন মদ নৌকা করেই আসতে শুরু করে।  ঘটনাস্থলে শান্তিপুর থানার পুলিশ। ঘটনার পর পলাতক মদ বিক্রেতা। অভিযুক্তের খোঁজে তল্লাশি চালাচ্ছে পুলিস।

.