আমফানের টাকা নিয়ে দুর্নীতি করেছে রাজ্য, সরাসরি তোপ ধনখড়ের

বহিরাগত ইস্যুতে রাজ্যকে আক্রমণ করলেন তিনি। একইসঙ্গে আমপান দুর্নীতির অভিযোগে সরব হলেন রাজ্যপাল।

Updated By: Jan 6, 2021, 05:03 PM IST
আমফানের টাকা নিয়ে দুর্নীতি করেছে রাজ্য, সরাসরি তোপ ধনখড়ের
ফাইল চিত্র

নিজস্ব প্রতিবেদন: আমফানের টাকা নিয়ে দুর্নীতি হয়েচে। এবার বিস্ফরক মন্তব্য রাজ্যপাল জগদীপ ধনখড়ের। পূর্ব মেদিনীপুর সফরে গিয়েছেন রাজ্যপাল। তমলুকের বর্গভীমা মন্দিরে পুজো দেন সস্ত্রীক জগদীপ ধনখড়। এরপর তমলুক মিউজিয়াম যান তিনি। কোলাঘাট গেস্ট হাউসে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন। 

আরও পড়ুন: ওরা এখনও সুরে সুর মেলাতে পারেনি, পুরুলিয়া সফরে শোভন-বৈশাখীকে নিয়ে মন্তব্য দিলীপের

পুজো দিয়ে বেরিয়ে একাধিক ইস্যুতে রাজ্যকে বিঁধলেন ধনখড়। স্বাধীনতা সংগ্রামী মাতঙ্গিনী হাজরা থেকে সতীশ সামন্ত, সুশীল ধাড়াদের নাম শোনা গেল রাজ্যপালের মুখে। বহিরাগত ইস্যুতে রাজ্যকে আক্রমণ করলেন তিনি। একইসঙ্গে আমপান দুর্নীতির অভিযোগে সরব হলেন রাজ্যপাল। অন্যদিকে রাজ্যপালকে তোপ দেগেছে তৃণমূল। রাজভবনকে বিজেপির পার্টি অফিস বলে দাবি করেছেন কাকলি ঘোষদস্তিদার। 

উল্লেখ্য, আমফানের ত্রাণ দুর্নীতি নিয়ে ক্যাগের রিপোর্ট তলব করেছে কলকাতা হাইকোর্ট। তিন মাসের মধ্যেই রিপোর্ট জমা দেওয়ার নির্দেশ দিয়েছে আদালত। অর্থনৈতিক এবং কর্মদক্ষতা সংক্রান্ত বিস্তারিত রিপোর্ট চায় কোর্ট। কারা টাকা পেয়েছেন? কোন, কোন সরকারি আধিকারিক যুক্ত তাও জানাতে হবে রিপোর্টে।  গত ১ ডিসেম্বর ক্যাগ-কে দিয়ে আমফানের ত্রানের অডিট করার নির্দেশ দেয় আদালত। সেই নির্দেশের পুনর্বিবেচনার আর্জি রাজ্যের।

.