Weather Today: রাজ্যে ফের বৃষ্টির পূর্বাভাস! বাড়বে দিনের গড় তাপমাত্রাও

আগামি তিনদিনে তাপমাত্রা ৫ ডিগ্রি বৃদ্ধির সম্ভাবনা রয়েছে

Updated By: Jan 7, 2022, 11:53 AM IST
Weather Today: রাজ্যে ফের বৃষ্টির পূর্বাভাস! বাড়বে দিনের গড় তাপমাত্রাও

নিজস্ব প্রতিবেদন: ফের বৃষ্টির আশঙ্কা পশ্চিমবঙ্গে। রাজ্যজুড়ে ঘন কুয়াশার সর্তকতা জারি করা হয়েছে। উত্তরবঙ্গের সব জেলা সহ দক্ষিণবঙ্গের পাঁচ জেলায় ঘন থেকে অতি ঘন কুয়াশার সতর্কতা রয়েছে। আগামী তিন দিন বাড়বে রাতের তাপমাত্রা।

কলকাতায় হালকা থেকে মাঝারি কুয়াশা থাকার সম্ভাবনা রয়েছে। সকালে কুয়াশা থাকলেও পরে আকাশ পরিষ্কার থাকবে। কিন্তু ধীরে ধীরে কমবে শীতের আমেজ। আগামি তিনদিনে তাপমাত্রা ৫ ডিগ্রি বৃদ্ধির সম্ভাবনা রয়েছে। 

আরও পড়ুন: Kashmir: Budgam-এ গুলির লড়াই, শুক্রবার সকালে নিকেশ ৩ JeM জঙ্গি

শুক্রবার কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা ১৪.১ ডিগ্রী সেলসিয়াস। বৃহস্পতিবার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৫.৬ ডিগ্রী সেলসিয়াস।

রবিবার থেকে বৃষ্টির পূর্বাভাস রয়েছে দার্জিলিং এবং কালিম্পং অঞ্চলে। উত্তরবঙ্গের অন্য জেলায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে সোমবার থেকে। সোম ও মঙ্গলবার বৃষ্টি হতে পারে দক্ষিণবঙ্গেও। বাঁকুড়া, পুরুলিয়া, পশ্চিম বর্ধমান এবং বীরভূমে বেশি বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App  

.