ধেয়ে আসছে প্রবল ঝড়, রবিবারের সন্ধ্যায় কলকাতা ও জেলায় দুর্যোগের সম্ভাবনা

একদিকে জোড়া ঘূর্ণাবর্ত, অন্যদিকে নিম্নচাপ। এরফলে কয়েক ঘণ্টার মধ্যে কলকাতায় ধেয়ে আসছে প্রবল ঝড়।

Updated By: Apr 22, 2018, 03:02 PM IST
ধেয়ে আসছে প্রবল ঝড়, রবিবারের সন্ধ্যায় কলকাতা ও জেলায় দুর্যোগের সম্ভাবনা

নিজস্ব প্রতিবেদন: একদিকে জোড়া ঘূর্ণাবর্ত, অন্যদিকে নিম্নচাপ। এরফলে কয়েক ঘণ্টার মধ্যে কলকাতায় ধেয়ে আসছে প্রবল ঝড়।

আবহাওয়া দফতরের পূর্বাভাস বলছে, ঘণ্টায় ৫০ কিলোমিটার মিটার বেগে ঝোড়ো হাওয়া বইবে। সঙ্গে রয়েছে ভারী বৃষ্টির পূর্বাভাসও। কলকাতা, হাওড়া, হুগলী ও দুই ২৪ পরগনায় সতর্কতা জারি করা হয়েছে। ইতিমধ্যেই বসিরহাট, শ্রীরামপুর, কাশীপুর সহ বেশ কয়েকটি জায়গায় বৃষ্টি শুরু হয়ে গেছে।

আরও পড়ুন, প্রথমে প্রেমিকের সাহায্যে স্বামীকে খুন,এবার জেলের মধ্যে মধুমিতা নিজের সঙ্গেই ঘটাল ভয়ঙ্কর কাণ্ড!

অন্যদিকে, শনিবার থেকেই দিঘার সমুদ্রে দেখা দিয়েছে জলোচ্ছ্বাস। সতর্কতা জারি করা হয়েছে উপকূল অঞ্চলে। সমুদ্রে নামতে নিষেধ করা হয়েছে পর্যটকদের। মত্স্যজীবীদের গভীর সমুদ্রে যেতে বারণ করা হয়েছে।

আরও দেখুন, দিঘায় জলোচ্ছ্বাস, ভিডিও

উল্লেখ্য, গত মঙ্গলবার জোড়া কালবৈশাখীর তাণ্ডবে কার্যত লন্ডভন্ড হয়ে যায় কলকাতা। বিপর্যস্ত হয়ে পড়ে সামগ্রিক যোগাযোগ ব্যবস্থা। কলকাতায় ৬ জন সহ সারা রাজ্যে মোট ১৪ জন প্রাণ হারান।  

.