বিকালে কালবৈশাখী, সুখবর শোনাল হাওয়া অফিস

গত ১২ দজিন ধরে কলকাতায় বৃষ্টির দেখা নেই। হাঁসফাঁস গরমে নাভিশ্বাস উঠছে শহরবাসীর। জেলাগুলির অবস্থা তথৈবচ। চাদিফাঁটা গরমে দুপুরের পর বাইরে বেরনোর উপায় নেই। গায়ের চামড়া যেন ঝলসে যাচ্ছে।

Updated By: May 31, 2018, 02:33 PM IST
বিকালে কালবৈশাখী, সুখবর শোনাল হাওয়া অফিস

নিজস্ব প্রতিবেদন:  আগামী ২ ঘণ্টার মধ্যে মালদা, নদিয়া , উত্তর ২৪ পরগনায় ঝড়-বৃষ্টির পূর্বাভাস। মূলত স্থানীয় বজ্রগর্ভ মেঘের প্রভাবে কলকাতা-সহ পাশ্ববর্তী এলাকাগুলিতে কালবৈশাখীর পূর্বাভাস শোনাল আলিপুর হাওয়া অফিস। সঙ্গে হতে পারে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতও।

আরও পড়ুন: ১৫ বছরের দাদার সঙ্গে মায়ের সম্পর্ক মেনে নিতে পারেনি সাত বছরের বালক! পরিণতি...

গত ১২ দজিন ধরে কলকাতায় বৃষ্টির দেখা নেই। হাঁসফাঁস গরমে নাভিশ্বাস উঠছে শহরবাসীর। জেলাগুলির অবস্থা তথৈবচ। চাদিফাঁটা গরমে দুপুরের পর বাইরে বেরনোর উপায় নেই। গায়ের চামড়া যেন ঝলসে যাচ্ছে। চোখেমুখে জ্বালা ধরছে। বৃহস্পতিবার কিছুটা হলেও স্বস্তির বার্তা শোনাল হাওয়া অফিস। দুপুরের পর ঝড়-বৃষ্টির পূর্বাভাস রয়েছে। মূলত মালদা, নদিয়া ও উত্তর ২৪ পরগনাতে ৩০-৪০ কিলোমিটার বেগে বইতে পারে ঝড়ো হাওয়া। হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতও হতে পারে।

৩০ মে কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ছিল প্রায় ৩৬ ডিগ্রি সেলসিয়াস। আপেক্ষিক আর্দ্রতা ছিল ৮৭ শতাংশের কাছাকাছি। আজ বৃষ্টি হলে, কিছুটা হলেও তাপমাত্রা কমতে পারে।  

.