সরকারি জমি জখল করে ঘর! কাঠগড়ায় তৃণমূল কাউন্সিলর

 কল্যাণী বিধানসভার বিজেপি বিধায়ক অম্বিকা রায়ের অভিযোগ, কল্যাণী পৌরসভার ১৮ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর ও শাসক শ্রেণির মদতেই সরকারি জায়গা গ্রাস করা হচ্ছে। 

Updated By: May 25, 2023, 02:34 PM IST
সরকারি জমি জখল করে ঘর! কাঠগড়ায় তৃণমূল কাউন্সিলর
প্রতীকী ছবি

বিশ্বজিত্ মিত্র: এক্সপ্রেসওয়ের ধারে সরকারি জমি দখলে মদতের অভিযোগ তৃণমূল কাউন্সিলরের বিরুদ্ধে। অভিযোগ তুললেন বিজেপি বিধায়ক অম্বিকা রায়। ঘটনাটি নদীয়ার কল্যাণী পুরসভার ১৮ নম্বর ওয়ার্ডের। 

কল্যাণী এক্সপ্রেসওয়ের পাশে সরকারি জমিতে বেশ কিছু ঘর তৈরি করা হয়েছে। যে জায়গা দখল করে ঘর তৈরি করা হয়েছে, সেই জায়গা সরকারি জমি। হঠাৎ করেই রাতের অন্ধকারে একটি একটি করে বেশ কয়েকটি ঘর তৈরি করা হয়েছে। কল্যাণী বিধানসভার বিজেপি বিধায়ক অম্বিকা রায়ের অভিযোগ, কল্যাণী পৌরসভার ১৮ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর ও শাসক শ্রেণির মদতেই সরকারি জায়গা গ্রাস করা হচ্ছে। পুলিস সুপারের অফিসের কাছেই এই জমি। প্রশাসন সবই জানে। তাও কোনও পদক্ষেপ করছে না। 

এপ্রসঙ্গে কাউন্সিলর দেবাশিষ হালদারের সাফাই, 'বিধায়ক কী বলল, তাতে কিছু যায় আসে না। ওই জায়গা পূর্ত দফতরের। কে কোথা দিয়ে বসছে? জানি না। আমরা চেষ্টা করেছি ওঠানোর জন্য। কিছু বসেছিল আমরা ভেঙে দিয়েছি। বিধায়ক কোনও কাজ করে না। অভিযোগ করলেই তো প্রমাণ হয়ে যায় না।' কল্যাণী পৌরসভার ভাইস চেয়ারম্যান বলরাম মাঝির দাবি, এই ধরনের বিষয় নিয়ে কল্যাণী পৌরসভার টিম আছে। এই ধরনের ঘর থাকলে দ্রুততার সাথে ব্যবস্থা নেব। 

আরও পড়ুন, জামাইষষ্ঠীর মাছ বাজারে হাড্ডাহাড্ডি লড়াই মায়ানমার-বাংলাদেশ ও ডায়মন্ড হারবার ইলিশের!

(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App) 

.