তৃণমূল নেতা খুনের ঘটনায় ফের উত্তপ্ত বীরভূমের ইলামবাজার

Updated By: Nov 3, 2017, 12:08 PM IST
তৃণমূল নেতা খুনের ঘটনায় ফের উত্তপ্ত বীরভূমের ইলামবাজার

নিজস্ব প্রতিনিধি : তৃণমূল কংগ্রেস নেতাকে পিটিয়ে, কুপিয়ে খুনের অভিযোগ উঠল দুষ্কৃতীদের বিরুদ্ধে। এই ঘটনাকে কেন্দ্র করে উত্তপ্ত বীরভূমের ইলামবাজার অঞ্চল। নিহত তৃণমূল নেতার নাম সইফুল শেখ।

আরও পড়ুন- স্বামীর কাছ থেকে আইফোন না পেয়ে আত্মঘাতী স্ত্রী

অভিযোগ, কারখানা থেকে বাইকে করে ফেরার পথে দুষ্কৃতীরা ধারালো অস্ত্র নিয়ে হামলা চালায় তাঁর ওপর। গোষ্ঠীদ্বন্দ্বের জেরেই এই খুন বলে অনুমান পুলিসের। সইফুল শেখ তৃণমূল কংগ্রেস ব্লক সভাপতি জাফারুল গোষ্ঠীর অনুগামী হিসেবে পরিচিত। তাঁদের অভিযোগের আঙুল শেখ দুলাল গোষ্ঠীর দিকে। ঘটনার পর ৬০ নম্বর জাতীয় সড়ক অবরোধ করেন নিহত নেতার অনুগামীরা। দেহ তুলতেও বাধা দেওয়া হয়। এরপরই ঘটনাস্থলে পৌছয় ইলামবাজার থানার পুলিস। ঘটনার তদন্ত শুরু হয়েছে।

.