Video: জঙ্গিপুরে পুর প্রশাসকের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ বিধায়কের, বিড়ম্বনায় তৃণমূল

শোরগোল রাজনৈতিক মহলে।

Updated By: Nov 23, 2021, 09:56 PM IST
Video: জঙ্গিপুরে পুর প্রশাসকের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ বিধায়কের, বিড়ম্বনায় তৃণমূল

নিজস্ব প্রতিবেদন: নবান্নের প্রস্তাবে সম্মতি দিয়েছে রাজ্য নির্বাচন কমিশন। ডিসেম্বরেই কি ভোট হবে কলকাতা ও হাওড়া পুরসভায়? প্রস্তুতি যখন চলছে জোরকদমে, তখন মুর্শিদাবাদের জঙ্গিপুর প্রকাশ্যে 'তৃণমূলের গোষ্ঠীকোন্দল'! আগের পুরবোর্ডের চেয়ারম্যান, বর্তমানে প্রশাসক  মোজাহারুল ইসলামের বিরুদ্ধে দুর্নীতি অভিযোগ করলেন বিধায়ক জাকির হোসেন (Jakir Hossain)। 

কলকাতা, হাওড়া-সহ রাজ্যের বেশিরভাগ পুরসভারই মেয়াদ শেষ হয়ে গিয়েছে। বিধানসভার ভোটের পর যখন কমিশনের কাছে দ্রুত উপনির্বাচনের আর্জি জানাচ্ছিল তৃণমূল, তখন পাল্টা উপনির্বাচনের দাবিতে সরব হয়েছিল বিরোধীরা। বস্তুত, উপনির্বাচনের পর শীতেই রাজ্যে পুরভোটের ইঙ্গিতও দিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। কবে ভোট হবে? সূ্ত্রের খবর, ১৯ ডিসেম্বর কলকাতা ও হাওড়ার ভোট করাতে চায় রাজ্য সরকার। সেক্ষেত্রে গণনা হতে পারে ২২ ডিসেম্বর। নবান্নের প্রস্তাবে ইতিমধ্যেই সম্মতিও দিয়েছে রাজ্য নির্বাচন কমিশন। এদিন রাজভবনে রাজ্যপাল জগদীপ ধনখড়ের (Jagdeep Dhankar) সঙ্গে পুরভোট নিয়ে আলোচনাও সেরে নিলেন রাজ্য নির্বাচন কমিশনার সৌরভ দাস।

আরও পড়ুন: Jagdeep Dhankhar: সরকারের এজেন্সি নয়; নিরপেক্ষভাবে কাজ করুন, কমিশনকে কড়া বার্তা রাজ্যপালের

মুর্শিদাবাদের জঙ্গিপুর পুরসভা ছিল তৃণমূলের দখলে। পুরবোর্ডের মেয়াদ শেষ হওয়ার পর চেয়ারম্যান মোজাহারুল ইসলামকে প্রশাসক নিয়োগ করেছে সরকার। ভোটের আগে এবার তাঁর বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তুললেন জঙ্গিপুর তৃণমূল বিধায়ক, রাজ্যের প্রাক্তন মন্ত্রী জাকির হোসেন। এদিন রঘুনাথগঞ্জে দলেরই এক কর্মসূচি তিনি বলেন, 'ব্যাগ নিয়ে চলে গিয়েছিল তৃণমূল হতে। তাঁর কোটি কোটি টাকা সম্পত্তি তৈরি করেছে। সে বড় বড় জমি কিনেছে, বড় বড় সোনার দোকান করেছে। এমএলএ ছাড়া কেউ কিছু করতে পারেনি। আমাকে না জানিয়ে ৬ বছর ধরে মানুষকে বঞ্চিত করেছে'।বিধায়কের আরও অভিযোগ, সে সিপিএম করে, আমাদের তৃণমূল দল করে না। আমার ৭ কাউন্সিলর রয়েছে। তাঁদের বঞ্চিত করা হচ্ছে। আমি বিচার চাই'। 

 

পাল্টা মুখ খুলেছেন জঙ্গিপুর পুরসভার প্রশাসক মোজাহারুল ইসলামও। তাঁর সাফ কথা, 'এর আগে কিছু দুঃস্থ মানুষকে বস্ত্র বিতরণ করলাম। সেখানে ডাক দিয়েছিলাম। তিনি আসতে পারেননি। পুরসভার সবকাজেই বিধায়ক ডাকব, তার তো কোনও মানে নেই। আমরা সবসময়ই যোগ্য সম্মান দিয়েছি। কিছুদিন আগে ভোটের সময়ে জান-প্রাণ দিয়ে লড়াই করলাম। এসব কথা ধোপে টেকেনি'।

(Zee 24 Ghanta App : দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)

.