নারদ তদন্ত: ম্যাথুর থেকে টাকা নেওয়ার কথা স্বীকার করলেন অপরূপাও

Updated By: Oct 6, 2017, 01:48 PM IST
নারদ তদন্ত: ম্যাথুর থেকে টাকা নেওয়ার কথা স্বীকার করলেন অপরূপাও

 

 

নিজস্ব প্রতিবেদন: ৫ লক্ষ নয়, নারদ কর্তা ম্যাথু স্যামুয়েলের থেকে ৩ লক্ষ টাকা নিয়েছি, ইডি অফিসাদের কাছে স্বীকারোক্তি তৃণমূল সাংসদ অপরূপা পোদ্দারেরে। সূত্রের খবর, এদিন ইডি আধিকারিকরা অপরূপা পোদ্দারেকে নারদ নিউজের ভিডিও ফুটেজ দেখিয়ে জিজ্ঞাসাবাদ চালান।

উল্লেখ্য, লক্ষ্মীপুজোর দিনই ইডি দফতরে হাজিরা দেন তৃণমূল সাংসদ। অন্যদিকে, গতকালই 'প্রভাবশালী' তৃণমূল নেতা মদন মিত্রের বাড়িতে হানা দেন কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার আধিকারিকরা। উত্তর কলকাতার যে বাড়িতে প্রাক্তন পরিবহন এবং ক্রীড়ামন্ত্রী মদন মিত্র নারদ কর্তা ম্যাথুর সঙ্গে দেখা করেছেন, সেই বাড়িতেই যায় সিবিআইয়ের আধিকারিকরা।

আরও পড়ুন- সিকিমে পৌঁছলেন দিলীপ, গুরুংয়ের সঙ্গে বৈঠক নিয়ে জল্পনা তুঙ্গে

যদিও, অপরূপা পোদ্দারই একমাত্র তৃণমূল সাংসদ যিনি নারদ তদন্ত নিয়ে হাইকোর্টের দ্বারস্থ হন। আদালতে অপরূপা দাবি করেন, তাঁর দাবি, ম্যাথু স্যামুয়েলের থেকে যখন টাকা নিয়েছিলেন, তখন তিনি জনপ্রতিনিধি ছিলেন না। তাঁর বিরুদ্ধে তদন্ত বন্ধ করা হোক। নারদ কর্তা ম্যাথুর থেকে টাকা নেওয়ার সময় অপরূপা পোদ্দার রিষড়া পুরসভার ভাইস-চেয়ারপার্সন পদে নিযুক্ত ছিলেন। 

আরও পড়ুন- দিলীপ ঘোষকে নিগ্রহের ঘটনায় দুজনকে গ্রেফতার করল পুলিস 

.