রাস্তা আটকে ভোজালির কোপ, মৃত্যু নিশ্চিত করতে গুলি তৃণমূল পঞ্চায়েত সদস্যের স্বামীকে

এলাকায় একজন প্রভাবশালী তৃণমূল কর্মী বলে পরিচিত ছিলেন জলিল। ফলে এই খুনের পেছনে কোনও রাজনৈতিক অভিসন্ধি ছিল কিনা তাও খতিয়ে দেখছে পুলিস

Updated By: Dec 8, 2018, 10:53 AM IST
রাস্তা আটকে ভোজালির কোপ, মৃত্যু নিশ্চিত করতে গুলি তৃণমূল পঞ্চায়েত সদস্যের স্বামীকে

নিজস্ব প্রতিবেদন: পঞ্চায়েত সদস্যের ওপরে রোষ গিয়ে পড়ল স্বামীর ওপরে। রাতে রাস্তা আটকে ভোজালির কোপ-গুলি। নদিয়ার কালীগঞ্জে দুষ্কৃতী হামলায় প্রাণ হারালেন এক তৃণমূল পঞ্চায়েত সদস্যের স্বামী।

আরও পড়ুন-তেলেঙ্গানায় জোর ধাক্কা রাহুল-চন্দ্রবাবুর, প্রত্যাবর্তন কেসিআরের, ইঙ্গিত সমীক্ষার  

শুক্রবার রাতে কালীগঞ্জের রাজারামপুর পঞ্চায়েতের ঘোড়াইক্ষেত্র গ্রাম আবদুল জলিল সেখ নামে ওই ব্যক্তির রাস্তা আটকে দাঁড়ায় দুষ্কৃতীরা। এরপর তাকে ধারল অস্ত্র দিয়ে কোপানো হয়। ঘটনাস্থলেই লুটিয়ে পড়েন জলিল। মৃত্যু নিশ্চিত করতে এরপর জলিলকে লক্ষ্য করে গুলিও চালানো হয়। অভিযুক্তদের ধরতে দেবগ্রাম পুলিস ফাঁড়িতে বিক্ষোভ দেখান স্থানীয় বাসিন্দারা।

পুলিস ইতিমধ্যে তদন্তে নামলেও এখনও পর্যন্ত স্পষ্ট নয় ওই খুনের পেছনে কোনও রাজনৈতির কারণ রয়েছে কিনা। নাকি কোনও ব্যক্তিগত আক্রোষেই খুন করা হয়েছে জলিলকে। আপাতত ওই মৃতদেহ রয়েছে কৃষ্ণনগর পুলিস মর্গে। আজ মৃতদেহর ময়না তদন্ত হবে। দোষীদের গ্রেফতার করা হবে বলে এলাকাবাসীকে আশ্বাস দিয়েছে পুলিস।

আরও পড়ুন-#ZeeMahaExitPoll: রাজস্থানে হার নিশ্চিত, মধ্যপ্রদেশ ও ছত্তীসগঢ়ে চাপে বিজেপি  

পঞ্চায়েত সদস্যের স্বামী হলেও এলাকায় একজন প্রভাবশালী তৃণমূ কর্মী বলে পরিচিত ছিলেন জলিল। ফলে এই খুনের পেছনে কোনও রাজনৈতিক অভিসন্ধি ছিল কিনা তাও খতিয়ে দেখছে পুলিস।

 

.