অসমে পঞ্চায়েত নির্বাচনে প্রার্থী দেবে তৃণমূল

এনআরসি-র হাওয়ায় ফের একবার অসমে ভাগ্যপরীক্ষায় তৃণমূল। এবার দায়িত্বে খোদ পশ্চিমবঙ্গের পুরমন্ত্রী ফিরহাদ হাকিম। আগামী মাসে অসমে পঞ্চায়েত নির্বাচন। ১৫ নভেম্বর থেকে শুরু হবে তার মনোনয়নপর্ব। সেই নির্বাচনে প্রার্থী দিতে চলেছে তৃণমূল। মূলক বাঙালি অধ্যুষিত বরাক উপত্যকায় প্রার্থী দিতে চলেছে তৃণমূল। 

Updated By: Nov 12, 2018, 08:14 PM IST
অসমে পঞ্চায়েত নির্বাচনে প্রার্থী দেবে তৃণমূল

নিজস্ব প্রতিবেদন: এনআরসি-র হাওয়ায় ফের একবার অসমে ভাগ্যপরীক্ষায় তৃণমূল। এবার দায়িত্বে খোদ পশ্চিমবঙ্গের পুরমন্ত্রী ফিরহাদ হাকিম। আগামী মাসে অসমে পঞ্চায়েত নির্বাচন। ১৫ নভেম্বর থেকে শুরু হবে তার মনোনয়নপর্ব। সেই নির্বাচনে প্রার্থী দিতে চলেছে তৃণমূল। মূলক বাঙালি অধ্যুষিত বরাক উপত্যকায় প্রার্থী দিতে চলেছে তৃণমূল। 

তৃণমূলের দাবি, ইতিমধ্যে বরপেটায় ছাত্র রাজনীতিতে কলেজ ছাত্র সংসদ দখল করেছে তারা। এবার ভোটযুদ্ধে নেমে অসমের বাঙালিদের পাশে থাকার বার্তা দিতে চায় পশ্চিমবঙ্গের শাসকদল। 

অসমে দীর্ঘদিন ধরে সংগঠন বিস্তারের চেষ্টা চালাচ্ছে তৃণমূল। তবে ভোটবাক্সে তার কোনও প্রভাব পড়েনি। সম্প্রতি NRC বিতর্কের মধ্যেই পদত্যাগ করেন অসম তৃণমূল কংগ্রেসের সভাপতি দ্বীপেন পাঠক। এর পর দলের নেতৃত্ব ঠিক করে উঠতে পারেনি তৃণমূল। খোঁড়া সংগঠন নিয়েই পঞ্চায়েত নির্বাচনে ঝাঁপাতে চলেছে তৃণমূল। 

বিশেষজ্ঞরা বলছেন, উত্তর-পূর্বে দলের দলের বিস্তার ঘটানোর চেষ্টা দীর্ঘদিন ধরেই চালিয়ে আসছেন মমতা বন্দ্যোপাধ্যায়। এর আগে অসম ছাড়াও অরুণাচল প্রদেশ, মণিপুর ও ত্রিপুরায় সংগঠন বিস্তারের চেষ্টা চালিয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের দল। তবে সাফল্য তেমন মেলেনি। অধিকাংশ জায়গাতেই তাদের জামানত জব্দ হয়েছে। ভোট আসতেই ফের একবার ক্ষমতা দখলে তত্পর হয়ে উঠেছে ঘাসফুল শিবির। 

ভারতে লঞ্চ হতে চলেছে ৪ রিয়ার ক্যামেরাওয়ালা Samsung Galaxy A9

এদিন এবিষয়ের অসমের দায়িত্বপ্রাপ্ত তৃণমূল নেতা ফিরহাদ হাকিম বলেন, 'বিজেপি অপশাসন ও NRC-র মাধ্যমে ভারতীয়দের দেশছাড়া করার পরিকল্পনার বিরুদ্ধে রুখে দাঁড়াবে তৃণমূল। বাঙালিদের ওপর অত্যাচারের বিরুদ্ধে তৃণমূলের লড়াই জারি থাকবে গোটা রাজ্যে।'

গত ১ নভেম্বর অসমের তিনসুকিয়ায় নিহত ৫ বাঙালির স্মরণসভায় অংশগ্রহণ করেন ফিরহাদ হাকিম। গুয়াহাটিতে এই সভায় ঘটনার জন্য বিজেপি ও রাজ্য সরকারকে কাঠগড়ায় তোলেন তিনি। 

.