সিএএ-এনআরসি কতটা ভয়ঙ্কর! বাড়ি বাড়ি গিয়ে বোঝাবে মহিলা তৃণমূল কংগ্রেস

এপ্রিলেই পুরভোট। CAA,NRC কে সামনে রেখে প্রতিপক্ষ বিজেপিকে কোনঠাসা করতে চাইছে তৃণমূল।  প্রস্তুতিও শুরু হয়ে গেছে জোরকদমে। ঘরের অন্দরমহলকে কব্জা করতে দলের মহিলা ব্রিগেডকেই হাতিয়ার করছে শাসকদল

Reported By: কমলিকা সেনগুপ্ত | Updated By: Jan 14, 2020, 06:57 PM IST
সিএএ-এনআরসি কতটা ভয়ঙ্কর! বাড়ি বাড়ি গিয়ে বোঝাবে মহিলা তৃণমূল কংগ্রেস
নিজস্ব চিত্র

নিজস্ব প্রতিবেদন:  পুরভোটের প্রচারে তৃণমূলের হাতিয়ার CAA-NRC। দলের মহিলা ব্রিগেডকে কাজে লাগিয়েই আমজনতার দরবারে পৌছতে চাইছে শাসকদল। বুথে বুথে শুরু হয়ে গেছে কর্মশালা। প্রশিক্ষণ শিবিরে ক্লাস নিচ্ছেন মহিলা তৃণমূল কংগ্রেসের নেত্রীরা।

এপ্রিলেই পুরভোট। CAA,NRC কে সামনে রেখে প্রতিপক্ষ বিজেপিকে কোনঠাসা করতে চাইছে তৃণমূল।  প্রস্তুতিও শুরু হয়ে গেছে জোরকদমে। ঘরের অন্দরমহলকে কব্জা করতে দলের মহিলা ব্রিগেডকেই হাতিয়ার করছে শাসকদল। বুথে বুথে শুরু হয়ে গেছে CAA-NRC র নেতিবাচক প্রভাব  নিয়ে পার্টিক্লাস।মহিলা তৃণমূল কংগ্রেসের নেতৃত্বই ক্লাস নিচ্ছেন প্রান্তিক স্তরের কর্মীদের।

আরও পড়ুন- পুলওয়ামা হামলার পেছনে ডিএসপি দেবিন্দরের মতো কারও হাত ছিল! অধীরের প্রশ্নে তোলপাড় রাজনৈতিক মহল

কর্মশালায় কী শেখানো হচ্ছে? ভোটার কার্ড যাদের আছে তারাতো সবাই দেশের নাগরিক, তবে আলাদা করে কেন আর নাগরিকপঞ্জিকরণ? CAA,  NRC নিয়ে কেউ কোনও তথ্য  জানতে চাইলে তা বলার দরকার নেই। ভোটার লিস্টে নাম রয়েছে কিনা সে  বিষয়ে নিশ্চিত হয়ে নিন। সংখ্যালঘু নয়, সংখ্যাগুরুদের জন্যেও এই আইন বিপজ্জনক।

ঊর্ধ্বতনের থেকে পাওয়া ট্রেনিং নিয়েই ঘরে ঘরে পৌছে যাবেন তৃণমূল মহিলা কর্মীরা প্রাথমিকভাবে শহরে বুথ ভিত্তিক কর্মশালা শুরু হলেও এরপর গ্রামেগঞ্জেও শুরু হবে প্রশিক্ষণের কাজ।

.