ফেসবুকে প্রোফাইল পিকচার বদলে ঋতকে স্বাগত তৃণমূল যুবনেতার

শুক্রবার আদিবাসী উন্নয়ন কমিটির চেয়ারম্যান হিসেবে ঘোষণা করা হয় ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের নাম।

Updated By: Jul 8, 2018, 09:56 AM IST
ফেসবুকে প্রোফাইল পিকচার বদলে ঋতকে স্বাগত তৃণমূল যুবনেতার

নিজস্ব প্রতিবেদন : ফেসবুকে নিজের ছবির বদলে ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের ছবি লাগালেন তৃণমূল যুবনেতা। আর তা নিয়েই বিতর্কের ঝড় উঠল জলপাইগুড়ির তৃণমূল কংগ্রেস শিবিরে।

তৃণমূলের  জলপাইগুড়ি জেলার প্রাক্তন যুব সভাপতি  বুবাই কর। শনিবার বুবাই ফেসবুকে প্রোফাইল পিকচার করেন ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের একটি ছবিকে। আর তারপরই শুরু হয়ে যায় তুমুল সমালোচনা। ফেসবুকে কমেন্টে অনেকেই অনেক বিতর্কিতমূলক মন্তব্য করেন। পাশাপাশি, তৃণমূল কংগ্রেস সম্পর্কে কিছুদিন আগেও ঋতব্রত বন্দ্যোপাধ্যায় কী ধারণা পোষণ করতেন, সেকথাও উল্লেখ করেন অনেকে।

আরও পড়ুন, খুনের হুমকি দিয়ে বারবার ধর্ষণ সপ্তম শ্রেণির ছাত্রীকে, অপমানে আত্মঘাতী কিশোরী

তবে তাঁর সঙ্গে যোগাযোগ করা হলে, এবিষয়ে কোনও মন্তব্য করতে রাজি হননি বুবাই কর। ফেসবুকে তৃণমূল যুবনেতার সাফ বক্তব্য, ঋতব্রত বন্দ্যোপাধ্যায়কে স্বাগত জানাতেই তিনি তাঁর প্রোফাইল ছবি বদলেছেন। উল্লেখ্য, শুক্রবারই আদিবাসী উন্নয়ন কমিটির চেয়ারম্যান হিসেবে ঘোষণা করা হয় ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের নাম। এই কমিটি গঠন করেছেন খোদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

.