বন্ধুদের সাথে দিঘায়, সমুদ্র স্নানে নেমে মৃত্যু যুবকের

ওড়িশা পুলিস কোনও সাহায্য করেনি বলে অভিযোগ। বরং সমানে কটূক্তি করেছে।

Updated By: Aug 11, 2019, 05:01 PM IST
বন্ধুদের সাথে দিঘায়, সমুদ্র স্নানে নেমে মৃত্যু যুবকের

নিজস্ব প্রতিবেদন : দিঘার সমুদ্রে স্নান করতে নেমে বজ্রাঘাতে মৃত্যু হল এক পর্যটকের। মৃতের নাম রাকেশ কোলে। বয়স ২৭ বছর। আহত হয়েছেন আরও ২ পর্যটক। আশঙ্কাজনক অবস্থায় তাঁরা দিঘা স্টেট জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন।

জানা গিয়েছে, ডানকুনির রঘুনাথ কলোনি থেকে বন্ধুদের সঙ্গে দিঘায় বেড়াতে এসেছিলেন রাকেশ। এদিন দুপুর আড়াইটে নাগাদ দিঘার উদয়পুর সমুদ্রসৈকতে স্নান করতে নেমেছিলেন তিনি। হঠাৎই প্রবল বৃষ্টি শুরু বয়। সঙ্গে বাজ পড়তে থাকে। বিকট শব্দে বেশ কয়েকটি বাজ পড়ে বলে জানিয়েছেন পর্যটকরা। সেইসময় বজ্রাঘাতে বিদ্যুৎস্পৃষ্ট হন রাকেশ কোলে, সুমন কুমার বেরা ও অজিত বেড়া। হাসপাতালে নিয়ে যাওয়া হলে রাকেশ কোলেকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা। জানা গিয়েছে, এই তিনজনই দক্ষিণ ২৪ পরগনার পাথরপ্রতিমার বাসিন্দা।

আরও পড়ুন, পরকীয়ার জন্যই ঠান্ডা মাথায় ছক কষে হত্যা স্বামীকে! নিমতা খুনে কবুল স্ত্রীর

স্থানীয় পর্যটকদের অভিযোগ, উদয়পুর সৈকতটি বাংলা-ওড়িশা সীমান্তে অবস্থিত। তাই ঘটনার সময় ওড়িশা পুলিসের সাহায্য চাওয়া হয়েছিল। কিন্তু ওড়িশা পুলিস কোনও সাহায্য করেনি বলে অভিযোগ। বরং সমানে কটূক্তি করেছে। সঠিক সময় হাসপাতালে পৌঁছনো গেলে রোগীকে বাঁচানো যেত বলে ক্ষোভ উগরে দিয়েছেন পর্যটকরা।

.