সাম্প্রদায়িকতার বিরুদ্ধে সম্প্রীতির ভোট হবে, ২০২১-এও ক্ষমতায় তৃণমূল: ত্বহা সিদ্দিকি

শুভেন্দু অধিকারীকে যারা ভোট দিয়েছে তারা মমতাকে দেখে ভোট দিয়েছে। এখন বিজেপিতে গেলে মানুষ তো ক্ষুব্ধ হতেই পারে। দলবদল বাংলার মানুষ পছন্দ করে না।'

Updated By: Dec 17, 2020, 05:09 PM IST
সাম্প্রদায়িকতার বিরুদ্ধে সম্প্রীতির ভোট হবে, ২০২১-এও ক্ষমতায় তৃণমূল: ত্বহা সিদ্দিকি

নিজস্ব প্রতিবেদন: তৃণমূল সরকার ২০২১ সালেও ক্ষমতায় থাকছে, ভবিষ্যৎবাণী ত্বহা সিদ্দিকির। শুভেন্দু অধিকারী তৃণমূল ছাড়া প্রসঙ্গে প্রশ্ন করা হলে ফুরফুরা শরিফের পীরজাদা ত্বহা সিদ্দিকি বলেন, 'শুভেন্দুর টিএমসি ভাল লাগেনি তাই বিজেপিতে যাচ্ছেন, আবার কোনওদিন শুনবেন বিজেপি ভাল লাগেনি টিএমসিতে আসছেন। এটা রাজনীতির খেলা। শুভেন্দু অধিকারীকে যাঁরা ভোট দিয়েছেন, তাঁরা মমতাকে দেখে ভোট দিয়েছেন। এখন বিজেপিতে গেলে মানুষ তো ক্ষুব্ধ হতেই পারে। দলবদল বাংলার মানুষ পছন্দ করে না।'

আরও পড়ুন:  Mamata-র সঙ্গে বৈঠকের আগেই সিদ্ধান্ত! আসানসোলের পুর প্রশাসকের পদ থেকে ইস্তফা দিলেন Jitendra Tewari

ত্বহা সিদ্দিকি আরও বলেন, '২০২১ এ তৃণমূল সরকার ৯৯ শতাংশ ক্ষমতায় থাকতে পারে। ৩৪ বছর বামফ্রন্ট সরকার কী করেছে জানি না। যদি কেউ বলে ৯ বছরে এই দল বাংলার উন্নয়ন কিচ্ছু করেনি তার চেয়ে বড় বেইমান আর কেউ নেই। আর এরা যদি বলে ৯৯ শতাংশ কাজ করে দিয়েছি তাহলেও এর চেয়ে বড় বেইমানি কিছু নেই।'

আপাতত বিজেপির পালে হাওয়া লেগেছে মনে করেন, এ প্রশ্নে ত্বহা সিদ্দিকি বলেন, 'কিসের হাওয়া চাচা বেলা হলে বুঝবে। এটা সম্প্রীতির বাংলা। বাংলায় ৭০ শতাংশ হিন্দু ৩০  শতাংশ মুসলিম সম্প্রীতির সহবস্থানে থাকে। কোনওদিন সাম্প্রদায়িক শক্তিকে প্রবেশ করতে দেয়নি। না হলে বিজেপি কবেই ক্ষমতায় চলে আসত। দিলীপ ঘোষ না জিতেই বলছেন, এত মার মারব শ্মশানে কবরে জায়গা হবে না। ঘাড় ধরে বের করে দেব। জিতলে কী করবেন?'

NRC, NPR প্রসঙ্গে তিনি বলেছেন, 'আমরা চাই হোক। কিন্তু নিরপেক্ষ হতে হবে। বাংলায় এনআরসি (NRC) হলে এক কোটি যদি বাদ পড়ে তার অধিকাংশই হবে হিন্দু। ফুরফুরা শরিফের একটাই বার্তা, 'আমরা টিএমসি,সিপিএম কংগ্রেস বুঝি না, আমাদের একটাই লক্ষ সম্প্রীতি। এবারে সাম্প্রদায়িকতার বিরুদ্ধে সম্প্রীতির ভোট হবে।'

.