বিজেপির মোকাবিলায় লাগাতার পাল্টা হিন্দুত্বের বার্তা তৃণমূলের

বিজেপির মোকাবিলায় লাগাতার পাল্টা হিন্দুত্বের বার্তা তৃণমূলের। এ বার তারাপীঠে পুজো দিলেন মুকুল রায়। বললেন, হিন্দুত্ব কারও কাছে লিজ দেননি তিনি। পাল্টা কটাক্ষের সুযোগ অবশ্য ছাড়ছে না গেরুয়া শিবির। 

Updated By: May 1, 2017, 08:55 PM IST
বিজেপির মোকাবিলায় লাগাতার পাল্টা হিন্দুত্বের বার্তা তৃণমূলের

ওয়েব ডেস্ক: বিজেপির মোকাবিলায় লাগাতার পাল্টা হিন্দুত্বের বার্তা তৃণমূলের। এ বার তারাপীঠে পুজো দিলেন মুকুল রায়। বললেন, হিন্দুত্ব কারও কাছে লিজ দেননি তিনি। পাল্টা কটাক্ষের সুযোগ অবশ্য ছাড়ছে না গেরুয়া শিবির। 

তারাপীঠে সপরিবারে পুজো দিলেন মুকুল রায়। বীরভূমেই কঙ্কালীতলা। বীরভূমেই তারাপীঠ। শনিবার, কঙ্কালীতলায় যজ্ঞ করেন অনুব্রত মণ্ডল। সোমবার তারা মায়ের দর্শনে মুকুল রায়। রামনবমীতে রাজ্যজুড়ে গেরুয়া শিবিরের নজিরবিহীন মিছিল। ক-দিন পরই ব্যারিকেড ভাঙায় সিউড়িতে হনুমান জয়ন্তীর মিছিলে পুলিসের লাঠি। তারপর নিজেদের শক্তি দেখাতে বিজেপির পাল্টা মিছিল। গোটা রাজ্যেই এখন হিন্দুত্বকে সামনে রেখে ময়দানে বিজেপি। রাজনৈতিক মহল বলছে, পাল্টা হিন্দুত্বের বার্তা দিচ্ছে ঘাসফুলও।

লোকসভা নির্বাচনের পর তৃণমূল-বিজেপি সংঘর্ষে বারবার উত্তপ্ত হয় বীরভূম। নিচুতলার তৃণমূল নেতাকর্মীদের অনেকেই বিজেপিতে যোগ দেন। বিধানসভা ভোটে তৃণমূলের জয়ের পর বীরভূমে থমকে যায় বিজেপির উত্থান। উত্তরপ্রদেশে জয়ের পর এ রাজ্যের বিজেপি কর্মীরা নতুন উদ্যমে মাঠে নেমে পড়েছেন। ফলে, পঞ্চায়েত নির্বাচনে বীরভূমে ঘাসফুলের সঙ্গে বিজেপির জোরদার টক্করের সম্ভাবনা।

এই অবস্থায় বিজেপির মোকাবিলায় বীরভূমে দাঁড়িয়ে তৃণমূল নেতারা লাগাতার পাল্টা হিন্দুত্বের বার্তা দিচ্ছেন বলেই মনে করছে রাজনৈতিক মহল। সামনেই পঞ্চায়েত ভোট। সেখানেই হয়ে যাবে লোকসভা-বিধানসভার মহড়া। ঘুঁটি সাজাচ্ছে তৃণমূল-বিজেপি দুই শিবিরই। এই পরিস্থিতিতে পাল্টা হিন্দুত্বের বার্তা এখন ঘাসফুল শিবিরে রণ-কৌশলেরই অঙ্গ বলে মনে করছেন বিশেষজ্ঞরা। 

.