তৃণমূলের দুই গোষ্ঠীর সংঘর্ষে উত্তপ্ত হুগলির পুরশুড়া

তৃণমূল কংগ্রেসের দুই গোষ্ঠীর সংঘর্ষে উত্তপ্ত হুগলির পুরশুড়া এলাকা। দুই তৃণমূল কর্মীর বাড়িতে হামলা, ভাঙচুর হয়। আগুন লাগিয়ে দেওয়া হয় একটি বড় খড়ের গাদায়। এরই প্রতিবাদে সাতসকালে তারকেশ্বর-বালি সড়ক অবরোধ করেন স্থানীয় তৃণমূল কংগ্রেস কর্মীরা।

Updated By: May 18, 2017, 06:33 PM IST
তৃণমূলের দুই গোষ্ঠীর সংঘর্ষে উত্তপ্ত হুগলির পুরশুড়া
ছবিটি প্রতীকী

ওয়েব ডেস্ক : তৃণমূল কংগ্রেসের দুই গোষ্ঠীর সংঘর্ষে উত্তপ্ত হুগলির পুরশুড়া এলাকা। দুই তৃণমূল কর্মীর বাড়িতে হামলা, ভাঙচুর হয়। আগুন লাগিয়ে দেওয়া হয় একটি বড় খড়ের গাদায়। এরই প্রতিবাদে সাতসকালে তারকেশ্বর-বালি সড়ক অবরোধ করেন স্থানীয় তৃণমূল কংগ্রেস কর্মীরা।

আরও পড়ুন- বীরভূমে দু'জায়গা থেকে উদ্ধার তাজা বোমা

চলে আসেন পঞ্চায়েত সমিতির সভাপতচি অনিশ রঞ্জন মাঝি, ব্লক সভাপতি জয়দেব জানা সহ নেতারা। পুলিস এসে অবরোধ তুলতে গেলে উত্তেজনা চরমে ওঠে। তৃণমূল নেতাকর্মীদের সঙ্গে বচসা বেধে যায় পুলিসের। পুলিসের লাঠির ঘায়ে জখম হন স্থানীয় তৃণমূল নেতারা। আক্রান্ত কর্মীদের অভিযোগ, হামলা করেছে বিধায়ক অনুগামী গোপাল রায়ের দলবল। সে অভিযোগ অবশ্য মানছেন না গোপাল বাবু।

.