ভুয়ো বিল ছাপিয়ে চাঁদা তোলা, শাস্তি পেল ২ পুলিসকর্তা
পুর্বস্থলী থানার এএসআই ও আইসি কালীপুজোর আগে ভুয়ো বিল ছাপিয়ে চাঁদা তুলছিলেন।
![ভুয়ো বিল ছাপিয়ে চাঁদা তোলা, শাস্তি পেল ২ পুলিসকর্তা ভুয়ো বিল ছাপিয়ে চাঁদা তোলা, শাস্তি পেল ২ পুলিসকর্তা](https://bengali.cdn.zeenews.com/bengali/sites/default/files/2018/11/11/154294-purbosthali.jpg)
নিজস্ব প্রতিবেদন: পাড়ার কেষ্ট,বিষ্টু,বিলু নয়, ভুয়ো বিল ছাপিয়ে কালীপুজোর চাঁদা তোলার অভিযোগে সাসপেন্ড পূর্বস্থলী থানার এএসআই। সরিয়ে দেওয়া হয়েছে থানার আইসিকেও।
আরও পড়ুন: ছাদে মেয়েকে নিয়ে বাজি ফাটাচ্ছিলেন আইনজীবী, স্ত্রীকে ডাকতে এসে বেডরুমে যে অবস্থায় দেখলেন...
পুলিস ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, পুর্বস্থলী থানার এএসআই ও আইসি কালীপুজোর আগে ভুয়ো বিল ছাপিয়ে চাঁদা তুলছিলেন। স্থানীয় দোকানিদের কাছ থেকে মোটা টাকা তুলছিলেন বলে অভিযোগ। কিছুদিন আগে স্থানীয় ব্যবসায়ী নাসির শেখের কাছ থেকে ৫ হাজার টাকা দাবি করেন পুলিসকর্তারা। পুলিস কর্তাদের দেওয়া বিল দেখে সন্দেহ হয় ব্যবসায়ীর। এরপর নিজের মতো করে খোঁজখবর শুরু করেন।
আরও পড়ুন: সকালে যাত্রীদের অধিকাংশই ঘুমোচ্ছিলেন, আচমকাই বিকট শব্দ বাসে, তারপর... রাজ্যে ফের বড়সড় বাস দুর্ঘটনা
সম্প্রতি পূর্বস্থলী থানার এএসআই ও আইসি সোমনাথ দাসের বিরুদ্ধে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে অভিযোগ জানান নাসির শেখ। অভিযোগ জানান পুলিসের উর্ধ্বতন কর্তৃপক্ষের কাছেও। তারপরই কড়া পদক্ষেপ করে প্রশাসন। পূর্বস্থলী থানার আইসিকে সাসপেন্ড করা হয়েছে। সরিয়ে দেওয়া হয়েছে আইসি সোমনাথ দাসকেও।