পর্যটনের ভরা মরশুমে জ্বলছে দার্জিলিং, মুখ্যমন্ত্রীর উপস্থিতিতেই জঙ্গি আন্দোলনে মোর্চা
ফের অশান্ত পাহাড় । পর্যটনের ভরা মরশুমে জ্বলছে দার্জিলিং । মুখ্যমন্ত্রীর উপস্থিতিতেই জঙ্গি আন্দোলনে মোর্চা । আজ সকাল ছটা থেকে পাহাড়ে শুরু হয়েছে গোর্খা জনমুক্তি মোর্চার ডাকে ১২ ঘণ্টার বন্ধ। বন্ধ দোকানপাট। এমনকি খোলেনি ATM-ও। রাস্তাঘাট ফাঁকা। কার্যত শুনশান ম্যাল চত্বর। যাঁরা বেরেচ্ছেন, তাঁরাও খুব প্রয়োজন ছাড়া বেরোচ্ছেন না। গতকাল ছিল পাহাড়ে রাজ্য মন্ত্রিসভার বৈঠক। বাংলা ভাষাকে ঐচ্ছিকও করা যাবে না, এই দাবিতে আন্দোলনে নামে মোর্চা। দাবি ছিল মন্ত্রিসভার বৈঠকে এ নিয়ে সিদ্ধান্ত নিতে হবে। বিক্ষোভ-ধরনায় বসে মোর্চা নেতৃত্ব। কিন্তু মন্ত্রিসভার বৈঠক শেষ হতেই অশান্ত হতে থাকে পরিস্থিতি। জ্বালিয়ে দেওয়া হয় একের পর এক গাড়ি। মোর্চা-পুলিস সংঘর্ষে আহত হন প্রায় ৫০ জন পুলিসকর্মী। কার্যত শুনশান হতে থাকে পাহাড়। অঘোষিত বন্ধের চেহারা নেয় দার্জিলিং, কালিম্পং। এরপরই ১২ ঘণ্টার বন্ধের ডাক দেয় মোর্চা নেতৃত্ব।
ওয়েব ডেস্ক: ফের অশান্ত পাহাড় । পর্যটনের ভরা মরশুমে জ্বলছে দার্জিলিং । মুখ্যমন্ত্রীর উপস্থিতিতেই জঙ্গি আন্দোলনে মোর্চা । আজ সকাল ছটা থেকে পাহাড়ে শুরু হয়েছে গোর্খা জনমুক্তি মোর্চার ডাকে ১২ ঘণ্টার বন্ধ। বন্ধ দোকানপাট। এমনকি খোলেনি ATM-ও। রাস্তাঘাট ফাঁকা। কার্যত শুনশান ম্যাল চত্বর। যাঁরা বেরেচ্ছেন, তাঁরাও খুব প্রয়োজন ছাড়া বেরোচ্ছেন না। গতকাল ছিল পাহাড়ে রাজ্য মন্ত্রিসভার বৈঠক। বাংলা ভাষাকে ঐচ্ছিকও করা যাবে না, এই দাবিতে আন্দোলনে নামে মোর্চা। দাবি ছিল মন্ত্রিসভার বৈঠকে এ নিয়ে সিদ্ধান্ত নিতে হবে। বিক্ষোভ-ধরনায় বসে মোর্চা নেতৃত্ব। কিন্তু মন্ত্রিসভার বৈঠক শেষ হতেই অশান্ত হতে থাকে পরিস্থিতি। জ্বালিয়ে দেওয়া হয় একের পর এক গাড়ি। মোর্চা-পুলিস সংঘর্ষে আহত হন প্রায় ৫০ জন পুলিসকর্মী। কার্যত শুনশান হতে থাকে পাহাড়। অঘোষিত বন্ধের চেহারা নেয় দার্জিলিং, কালিম্পং। এরপরই ১২ ঘণ্টার বন্ধের ডাক দেয় মোর্চা নেতৃত্ব।