WB Assembly Election 2021:DCRC-তে ছিল না মেডিক্যাল টিম! Election-এর দায়িত্ব নিতে এসে মৃত্যু মহিলা ভোটকর্মীর

অভিযোগ, দীর্ঘক্ষণ শ্বাসকষ্ট নিয়ে ওখানেই পড়েছিলেন অসীমা

Updated By: Apr 25, 2021, 06:54 PM IST
WB Assembly Election 2021:DCRC-তে ছিল না মেডিক্যাল টিম! Election-এর দায়িত্ব নিতে এসে মৃত্যু মহিলা ভোটকর্মীর

নিজস্ব প্রতিবেদন: ভোটের দায়িত্ব নেওয়াই হল না। তার আগেই আসানসোলে ভোট সরঞ্জাম বিতরণ কেন্দ্রে এসে মৃত্যু হল এক ভোটকর্মীর।

আরও পড়ুন- করোনা-আতঙ্কে জনশূন্য সপ্তাহের সব চেয়ে বড় হাট

আসানসোল(Asansol) ইঞ্জিনিয়ারিং কলেজে তৈরি হয়েছে DCRC। এখানে থেকেই আগামিকাল ভোটের জন্য বিতরণ করা হচ্ছে ইভিএম(EVM), ভিভিপ্যাট। প্রবল গরমে সেখানেই অসুস্থ হয়ে পড়েন ভোটকর্মী অসীমা মুখোপাধ্যায়।

অভিযোগ, দীর্ঘক্ষণ শ্বাসকষ্ট নিয়ে ওখানেই পড়েছিলেন অসীমা। কোনও চিকিত্সক ওই কেন্দ্রে ছিলেন না। শেষপর্যন্ত সেন্টার উপস্থিত অন্যান্য ভোটকর্মী ও পুলিস কর্মীরা গাড়ির ব্যবস্থা করে তাঁকে পাঠান আসানসোল জেলা হাসপাতালে। সেখানেই তাঁকে মৃত বলে ঘোষণা করেন চিকিত্সকরা।

আরও পড়ুন-করোনা রোগীর সঙ্গে থাকছেন পরিজনরাও! আতঙ্ক ইমামবাড়া হাসপাতালে

জানা গিয়েছে সালানপুরের(Salanpur) পিঠাইকেয়ারি প্রাইমারি স্কুলের শিক্ষিকা ছিলেন অসীমাদেবী। থাকতেন রূপনারায়ণপুরের গুরুদ্বার এলাকায়। 

.