প্রকাশিত হল Group D পরীক্ষার ফল, জানতে ক্লিক করুন এখানে

গত বছর ২০ মে রাজ্য সরকারি চাকরিতে গ্রুপ ডির শূন্যপদ পূরণের জন্য লিখিত পরীক্ষা হয়। শূন্যপদ ছিল ৬,০০০। আবেদন করেছিলেন মোট ২৪ লক্ষ ৮৭ হাজার জন। সরকারের তরফে জানানো হয়, শেষ পর্যন্ত পরীক্ষায় বসেছেন ১৮ লক্ষের কিছু বেশি পরীক্ষার্থী।

Updated By: Aug 18, 2018, 04:48 PM IST
প্রকাশিত হল Group D পরীক্ষার ফল, জানতে ক্লিক করুন এখানে

নিজস্ব প্রতিবেদন: প্রকাশিত হল গ্রুপ ডি পরীক্ষার ফল। মেধাতালিকায় নাম উঠেছে ৫.৪০০ জনের মেধাতালিকা প্রকাশিত হয়েছে। ফল জানা যাচ্ছে www.wbgdrb.in -এ। 

গত বছর ২০ মে রাজ্য সরকারি চাকরিতে গ্রুপ ডির শূন্যপদ পূরণের জন্য লিখিত পরীক্ষা হয়। শূন্যপদ ছিল ৬,০০০। আবেদন করেছিলেন মোট ২৪ লক্ষ ৮৭ হাজার জন। সরকারের তরফে জানানো হয়, শেষ পর্যন্ত পরীক্ষায় বসেছেন ১৮ লক্ষের কিছু বেশি পরীক্ষার্থী। তার মধ্যে ৫.৪০০ জনের নাম উঠেছে মেধাতালিকায়। 

কী করে জানবেন ফল?

ফল জানতে প্রথমে ব্রাউজারে লিখুন www.wbgdrb.in. অথবা ক্লিক করুন এখানে। 

এর পর একেবারে ডান দিকে 'নিউজ অ্যান্ড ইভেন্টস'-এর নীচে Result of W.B.Gr D Recruitment Examination 2017- তে ক্লিক করুন। 

এর পর অ্যাপলিকেশন নম্বর ও জন্মতারিখ লিখে সাবমিট ক্লিক করলেই জানা যাবে ফল। 

 

.