জবুথবু! রেকর্ড পারদ পতনে ‘হিম’ শিম রাজ্য

পশ্চিমাঞ্চলের জেলাগুলিতে শৈত্যপ্রবাহের পূর্বাভাস দিয়েছে মৌসম ভবন। বিশেষত, বাঁকুড়া, পুরুলিয়া, পশ্চিম মেদিনীপুর, মুর্শিদাবাদে রেকর্ড পারদ পতনের আশঙ্কা।

Updated By: Jan 8, 2018, 10:31 AM IST
জবুথবু! রেকর্ড পারদ পতনে ‘হিম’ শিম রাজ্য

নিজস্ব প্রতিবেদন:  বছরের শুরুতেই ফর্মে ফিরেছে শীত। এখনও তার খেল অব্যাহত। চলছে পারদ পতন। আশাপূরণ হয়েছে শীতপ্রেমীদের। রেকর্ড পারদ পতনে ‘হিম’ শিম জেলা। আপাতত পারদের ছন্দপতনের কোনও আশা নেই বলেই জানিয়ে দিয়েছে আলিপুর হাওয়া অফিস। সোমবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ১০.৫। আজকের দিনটাই মরশুমের শীতলতম দিন বলে ঘোষণা করছে হাওয়া অফিস।

আরও পড়ুন:  মঞ্জু বসুকে প্রার্থী ঘোষণা বিতর্ক: কৈলাসের কাছে রিপোর্ট তলব করল কেন্দ্রীয় নেতৃত্ব

পশ্চিমাঞ্চলের জেলাগুলিতে শৈত্যপ্রবাহের পূর্বাভাস দিয়েছে মৌসম ভবন। বিশেষত, বাঁকুড়া, পুরুলিয়া, পশ্চিম মেদিনীপুর, মুর্শিদাবাদে রেকর্ড পারদ পতনের আশঙ্কা। অসমে ঘূর্ণাবর্ত তৈরি হওয়ায় কুয়াশায় ঢাকা থাকবে উত্তরবঙ্গের জেলাগুলি। উত্তর দিনাজপুরে সোমবার সর্বনিম্ন তাপমাত্রা প্রায় ছুঁয়ে ফেলেছিল ৩.৯ ডিগ্রি সেলসিয়াস। ঘন কুয়াশায় সকালে আটকে যায় বেশ কিছু ট্রেন।  

ঘন কুয়াশার দাপট রয়েছে দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলাতেও। সোমবার সকালে দূর্গাপুরের পানাগড়ে কুয়াশার জন্য দৃশ্যমানতা কম থাকায় পথ দুর্ঘটনায় আহত হন ৪ জন।

আরও পড়ুন: পঞ্চায়েত নির্বাচনে বৈতরণী পেরোতে কোন দিকে ঝুঁকল তৃণমূল?

মরশুমের শুরুতে যে ভাবে ঝিমিয়ে পড়েছিল শীত, তাতে এবছর শীত কতটা থীতু হবে, তা নিয়েই সন্ধিহান ছিলেন আবহাওয়াবিদরা। কিন্তু নতুন বছরের শুরু থেকেই দুরন্ত ফর্মে শীত। যেভাবে পারদ পতন হচ্ছে, তাতে কলকাতায় শীতের রেকর্ড শেষমেশ ভেঙে যায় কিনা, সেটা নিয়েই চলছে জল্পনা। অনেকেই বলছেন, যত না তাপমাত্রা কমছে, তার থেকে বেশি শীত অনুভূত হচ্ছে? কারণ হিসাবে আবহাওয়াবিদদের যুক্তি, আকাশ পরিষ্কার থাকায় ঝলমলে রোদ উঠছে। তাতে মাটি গরম হচ্ছে, রাতে সেই তাপ দ্রুত বিকিরণ হয়ে ঠান্ডা হচ্ছে। 

.