এশিয়ার দ্বিতীয় বৃহত্তম কয়লা ভাণ্ডার থেকে উত্তোলনের অনুমতি পেল পশ্চিমবঙ্গ

এশিয়ার দ্বিতীয় বৃহত্তম কয়লা গহ্বর থেকে কয়লা উত্তোলনের অনুমতি পেল পশ্চিমবঙ্গ। বীরভূম জেলার অন্তর্গত এই কয়লা গহ্বরে মোট ২১০ কোটি টন কয়লা মজুত আছে বলে অনুমান। এর ফলে বীরভূম ও সংলগ্ন জেলাগুলিতে শিল্পসৃষ্টির সম্ভাবনা তৈরি হয়েছে। 

Updated By: Jun 9, 2018, 07:55 PM IST
এশিয়ার দ্বিতীয় বৃহত্তম কয়লা ভাণ্ডার থেকে উত্তোলনের অনুমতি পেল পশ্চিমবঙ্গ

নিজস্ব প্রতিবেদন: এশিয়ার দ্বিতীয় বৃহত্তম কয়লা গহ্বর থেকে কয়লা উত্তোলনের অনুমতি পেল পশ্চিমবঙ্গ। বীরভূম জেলার অন্তর্গত এই কয়লা গহ্বরে মোট ২১০ কোটি টন কয়লা মজুত আছে বলে অনুমান। এর ফলে বীরভূম ও সংলগ্ন জেলাগুলিতে শিল্পসৃষ্টির সম্ভাবনা তৈরি হয়েছে। 

শনিবার এই খবর জানিয়ে টুইটারে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় লেখেন, তিন বছরের অপেক্ষার পর পশ্চিমবঙ্গ দেওচা-পঞ্চমি-হরিণসিংহ-দেওয়ানগঞ্জ কয়লা গহ্বর থেকে কয়লা তোলার অনুমতি পেল। এর ফলে বীরভূম ও সংলগ্ন জেলায় প্রায় ১ লক্ষ প্রত্যক্ষ ও পরোক্ষ কর্মসংস্থান তৈরির সম্ভাবনা রয়েছে। এর ফলে ওই এলাকায় তাত্ক্ষণিকভাবে ১২,০০০ কোটি টাকা বিনিয়োগ হবে। যার ফলে এলাকার আর্থসামাজিক পরিস্থিতি বদলে যাবে। 

কুমিরে টেনে নিয়ে গিয়েছিল মত্স্যজীবীকে, শনিবার উদ্ধার হল দেহ

কয়লা উত্তোলনের পরিকাঠামো গড়ে তুলতে দ্রুত প্রশাসনিক ব্যবস্থা গড়ে তোলা হবে বলে জানানো হয়েছে রাজ্য সরকারের তরফে।  

.