West Bengal Election 2021: কার জন্য পুলিস দাঙ্গাকারীদের পাশে ছিল? আসানসোল দাঙ্গার কথা মনে করালেন Modi

আসানসোল-রানিগঞ্জের গোষ্ঠী সংঘর্ষের কথা মনে করিয়ে মমতার বিরুদ্ধে তোষণের অভিযোগ মোদীর। 

Updated By: Apr 17, 2021, 03:02 PM IST
West Bengal Election 2021: কার জন্য পুলিস দাঙ্গাকারীদের পাশে ছিল?  আসানসোল দাঙ্গার কথা মনে করালেন Modi

নিজস্ব প্রতিবেদন: বাংলায় ভেদাভেদের ও পক্ষপাতিত্বের সরকার চালাচ্ছেন দিদি। শনিবার আসানসোলের সভায় ঠিক এভাবেই মমতাকে আক্রমণ শানালেন নরেন্দ্র মোদী (Narendra Modi)। আসানসোল-রানিগঞ্জের গোষ্ঠী সংঘর্ষের কথা মনে করিয়ে মমতার (Mamata Banerjee) বিরুদ্ধে তোষণের অভিযোগও করলেন। 

২০১৮ সালে রাম নবমীতে সংঘর্ষে জড়িয়েছিল দুই গোষ্ঠী। বেশ কয়েকদিন ধরে বিবাদমান গোষ্ঠীর লড়াইয়ে উত্তপ্ত হয়েছিল আসানসোল ও রানিগঞ্জ। ২০২১ সালের বিধানসভা ভোটের আগে সেই 'দাঙ্গা'র কথাই নরেন্দ্র মোদীর (Narendra Modi) মুখে। এ দিন মোদী বলেন,'বাংলায় ভেদাভেদ ও পক্ষপাতিত্বের সরকারি চালিয়েছেন দিদি। তিন বছর আগে রাম নবমী মনে আছে আপনাদের? আসানসোল-রানিগঞ্জের দাঙ্গা কে ভুলতে পারে! দাঙ্গায় কয়েকশো লোকের সারাজীবনের সঞ্চয় নষ্ট হয়েছিল। সবচেয়ে বেশি লোকসান হয়েছে গরিবদের। ব্যাপক লোকসান হয়  দোকানদারদের ও ছোট ব্যবসায়ীদের।' 

তার পরই স্বভাবোচিত ভঙ্গিতে উপস্থিত জনতার কাছে মোদী (Narendra Modi) প্রশ্ন করেন,'দাঙ্গাকারীদের সঙ্গ দিয়েছে কারা? জোর গলায় বলুন। তোষণের রাজনীতি কে করেছে? কার জন্য পুলিস দাঙ্গাকারীদের পক্ষে দাঁড়িয়েছিল?' প্রত্যাশিতভাবে মোদীর তিনটি প্রশ্নেই সমস্বরে উত্তর এসেছে, 'দিদি'। সেই রেশ ধরে প্রধানমন্ত্রী বলেন, 'একটাই উত্তর আসছে। প্রত্যেকেই বলছেন দিদির কারণে হয়েছে।'

আসানসোলের ভোটের প্রচারে গিয়ে দাঙ্গার কথা মনে করালেন মোদী (Narendra Modi)। তার সঙ্গে জুড়লেন মমতার বিরুদ্ধে তোষণের রাজনীতির অভিযোগ। সবমিলিয়ে মোদী মেরুকরণের চেষ্টা করলেন বলেই মত রাজনৈতিক মহলের একাংশের। 

আরও পড়ুন- West Bengal Election 2021:'যিনি ফোন করেছেন অথবা ধরেছেন, তাঁদের হাতেই অডিয়ো ফাঁস,' কমিশনে BJP 

.