সুফল বাংলা স্টল-রেশন দোকান ও স্বনির্ভর গোষ্ঠী একযোগে বিক্রি শুরু করল ভর্তুকির পেঁয়াজ

২১ দিনে পড়ল পেঁয়াজ সমস্যা। দাম কমার কোনও লক্ষণ নেই

Updated By: Dec 10, 2019, 08:41 AM IST
সুফল বাংলা স্টল-রেশন দোকান ও স্বনির্ভর গোষ্ঠী একযোগে বিক্রি শুরু করল ভর্তুকির পেঁয়াজ

নিজস্ব প্রতিবেদন:  পেঁয়াজের দাম বাগে আনতে কোমর বেঁধে নেমে পড়ল সরকার। মঙ্গলবার একযোগে সুফল বাংলা-র স্টল, রেশন দোকান ও স্বনির্ভর গোষ্ঠীর মাধ্যমে বিক্রি শুরু হল পেঁয়াজ।

আরও পড়ুন-এটিএম জালিয়াতি কাণ্ডে দিল্লি থেকে গ্রেফতার রোমানিয়ান মাস্টারমাইন্ড, সামনে এল চাঞ্চল্যকর তথ্য

কলকাতার ১৯টি সহ রাজ্যের মোট ১৩১টি বাজারের পাশে সুফল বাংলার স্টলে পেঁয়াজ বিক্রি শুরু করল সরকার।  সোমবারই রেশন দোকানে পেঁয়াজ বিক্রি শুরু হয়েছে।  মঙ্গলবারের হিসেব অনুযায়ী কলকাতার ১৩৬টি সহ রাজ্যের ৮৩৫টি রেশন দোকানে ভর্তুকিতে পেঁয়াজ বিক্রি শুরু হল। একইসঙ্গে দুই ২৪ পরগনা, হাওড়া ও হুগলি-সহ রাজ্যের ১০৫টি স্বনির্ভর গোষ্ঠীর স্টলে আজ থেকে ৫৯ টাকা দরে পাওয়া যাচ্ছে পেঁয়াজ।  পাইকারি বাজার থেকে রাজ্য সরকার পেঁয়াজ কিনছে ১১০ টাকা। ভর্তুকি দেওয়া হচ্ছে ৫০ টাকা।

আরও পড়ুন-কমলো পশ্চিমী ঝঞ্ঝার প্রভাব, এক ধাক্কায় পারদ নামল ২ ডিগ্রি

এদিকে, ২১ দিনে পড়ল পেঁয়াজ সমস্যা। দাম কমার কোনও লক্ষণ নেই। ভাবা হয়েছিল, দিন দশেক দাঁতে দাঁত চেপে লাভের অঙ্ক একটু কমিয়ে আপত্কালীন পরিস্থিতি উতরে দেওয়া যাবে।  তা আর হচ্ছে না। এরকম এক অবস্থায় রেস্তরাঁর খাবারের দাম কি বাড়বে ?  এনিয়ে আজ বৈঠকে বসছে রাজ্যের মোট ১৭০০ হোটেল রেস্টুরেন্ট মালিকদের সংগঠন হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট অ্যাসোসিয়েশন অব ইস্টার্ন ইন্ডিয়া। আজকের বৈঠকে ঠিক হয়ে যাবে শহরের ভোজন রসিকদের ভাগ্য। 

.