মনোনয়নপত্র জমা দেওয়া শেষ, জেনে নিন এই মুহূর্তে বীরভূমের সর্বশেষ পরিস্থিতি

একনজরে দেখে নিন বীরভূমের পরিস্থিতি...

Updated By: Apr 9, 2018, 06:43 PM IST
মনোনয়নপত্র জমা দেওয়া শেষ, জেনে নিন এই মুহূর্তে বীরভূমের সর্বশেষ পরিস্থিতি

নিজস্ব প্রতিবেদন: বীরভূম দখলের পথে তৃণমূল কংগ্রেস।  তৃণমূলের বীরভূম জেলা পরিষদ দখল মাত্র সময়ের অপেক্ষা। সরকারিভাবে ঘোষণা না হলেও মনোনয়ন শেষ হওয়ার আগেই জেলা পরিষদ দখল করছে তৃণমূল।

আরও পড়ুন: বিনা প্রতিদ্বন্দ্বিতায় বীরভূম দখলের পথে তৃণমূল!

একনজরে দেখে নিন বীরভূমের পরিস্থিতি...

আরও পড়ুন: ‘ট্যাবলেট খাইয়ে’ বীরভূম দখল অনুব্রত মণ্ডলের

  • সূত্রের খবর, জেলা পরিষদের ৪২ টি-র মধ্যে ৪১ টি-তেই কোনও প্রতিদ্বন্দ্বিতা হচ্ছে না।  রাজনগর জেলা পরিষদে বিজেপি প্রার্থী হয়েছেন নীতা রায়।
  •  ১৯ টি পঞ্চায়েত সমিতির মধ্যে ১৪টি কার্যত তৃণমূলের দখলে।
  •   নলহাটি ১, ময়ূরেশ্বর ১ ও ২, মহম্মদবাজার, রাজনগর- এই ৫টি পঞ্চায়েত সমিতিতে নির্বাচন হবে।
  • ২০২৪৭টি গ্রাম পঞ্চায়েতের মধ্যে সিপিএম ২৮৫ টিতে প্রার্থী দিতে পেরেছে বলে সূত্রের খবর। বিজেপি প্রার্থী দিতে পেরেছে প্রায় ৪৮০ টিতে। জানা যাচ্ছে, প্রায় ৭০ শতাংশ গ্রাম পঞ্চায়েত কার্যত তৃণমূলের দখলে।
.