পঞ্চায়েতের মনোনয়ন পেশ নিয়ে কমিশনের কাছে ৫ দফা দাবি পেশ বামেদের
৫টি দাবি যথাযথ পূরণের পরই মনোনয়ন জমার নতুন দিন স্থির করার জন্য কমিশনের কাছে আর্জি জানিয়েছেন তারা।
নিজস্ব প্রতিবেদন : সুনিশ্চিত করতে হবে নিরাপত্তা। তৈরি করতে হবে মনোনয়ন জমা দেওয়ার উপযুক্ত পরিবেশ। তারপরই মনোনয়ন জমার দিন স্থির করুক কমিশন। রাজ্য নির্বাচন কমিশনের সঙ্গে বৈঠকের পর সাফ জানালেন সিপিএম নেতা রবীন দেব।
শুক্রবার হাইকোর্টের নির্দেশের পর এদিন ১০টি রাজনৈতিক দলের সঙ্গে আলাদা আলাদা বৈঠকে বসে কমিশন। প্রতিটি দলকে নিজেদের দাবিদাওয়া পেশের জন্য ১০ মিনিট করে সময় দেওয়া হয়। সেই বৈঠকে কমিশনের কাছে সুনির্দিষ্ট ৫টি দাবি পেশ করে বামেরা। এই ৫টি দাবি যথাযথ পূরণের পরই মনোনয়ন জমার নতুন দিন স্থির করার জন্য কমিশনের কাছে আর্জি জানিয়েছেন তারা।
কী এই ৫টি দাবি?
১) ১২ এপ্রিল স্থগিতাদেশের পরেও যেসব মনোনয়নপত্র প্রত্যাহার করানো হয়েছে, সেগুলি বহাল রাখতে হবে।
২) জেলাশাসক ও মহকুমা শাসকের অফিসে কোনও বহিরাগত ঢুকতে দেওয়া যাবে না। বহিরাগতের প্রবেশ নিষিদ্ধ করতে হবে।
৩) মনোনয়ন পর্বে হিংসা চালিয়েছিল তৃণমূল আশ্রিত গুন্ডাবাহিনী। তাদের বিরুদ্ধে অবিলম্বে ব্যবস্থা নিতে হবে।
৪) যেসব জায়গায় পুলিস নীরব দর্শকের ভূমিকা পালন করেছে, সেই অভিযুক্ত পুলিস অফিসারদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে।
৫) নিরাপত্তা সুনিশ্চিত করতে দরকারে মনোনয়ন জমার দিন থেকেই আধাসেনা মোতায়েন করতে হবে।
উল্লেখ্য, শুক্রবার আদালতের রায়ের পর কমিশন সূত্রে জানা গিয়েছিল, সোমবার মনোনয়ন জমার দিন ধার্য হতে পারে। এপ্রসঙ্গে প্রশ্ন করা হলে রবীন দেব বলেন, সোমবারের মধ্যে যদি এই সবগুলি দাবি পূরণ হয়ে যায়, তবে তাদের কোনও আপত্তি নেই। কিন্তু প্রার্থীদের নিরাপত্তা সুনিশ্চিত না হলে, ফের আদালতে যাওয়ার হুঁশিয়ারি দেন তিনি। এদিন ফের বাম প্রার্থীদের উপর হামলার ভিডিও কমিশনে জমা দেন রবীন দেবরা।
আরও পড়ুন, বিরোধীদের অভিযোগে মান্যতা দিয়ে পঞ্চায়েত নির্ঘণ্ট খারিজ করল আদালত
অন্যদিকে, এদিন কমিশনের বৈঠক বয়কট করেছে বিজেপি। ৬ জনের প্রতিনিধি দল নিয়ে বৈঠকে ঢুকতে চায় বিজেপি। কিন্তু কমিশনের তরফে সাফ জানানো হয়, প্রতি দলের ২ জনের বেশি কাউকে ভিতরে ঢোকার অনুমতি দেওয়া যাবে না। এরপরই বৈঠক বয়কট করে বিজেপি প্রতিনিধি দল।
আরও পড়ুন, মানা হয়নি দাবি, পঞ্চায়েত নির্বাচন নিয়ে কমিশনের সঙ্গে বৈঠক বয়কট করল বিজেপি