সূবর্ণরেখার পাড়ে বিজেপি-তৃণমূল সমানে-সমানে টক্কর

বিজেপির প্রার্থীর চেয়ে পিছিয়ে রয়েছেন তৃণমূলের জেলা সভাধিপতি।

Updated By: May 17, 2018, 05:06 PM IST
সূবর্ণরেখার পাড়ে বিজেপি-তৃণমূল সমানে-সমানে টক্কর

নিজস্ব প্রতিবেদন: গত রাম নবমীর মিছিলে পুরুলিয়া দেখেছিল গেরুয়া বাহিনীর দাপাদাপি। পঞ্চায়েত নির্বাচনে রাঢ়বঙ্গের এই জেলাতেই তৃণমূলকে কড়া চ্যালেঞ্জের মুখে ফেলে দিল বিজেপি। ইতিমধ্যেই ২৭৬টি গ্রাম পঞ্চায়েত আসন  জিতে নিয়েছে গেরুয়া শিবির। তৃণমূলের ঝুলিতে ২৭৮টি আসন। এই ফারাকই বলে দিচ্ছে, বিজেপির শক্তি কতটা বেড়েছে সুবর্ণরেখার পাড়ে! কয়েকটি ব্লকে বিজেপির অভাবনীয় উত্থান চোখে পড়েছে। পুরুলিয়ার রঘুনাথপুরের ২ নম্বর ব্লকে জয়লাভ করেছে বিজেপি। ৬টি গ্রাম পঞ্চায়েতের মধ্যে সবকটিই দখল করেছে তারা।পঞ্চায়েত সমিতিও হাতছাড়া হতে চলেছে তৃণমূলের।    

গতবার হাতে গোনা কয়েকটি গ্রাম পঞ্চায়েত জিতেছিল বিজেপি। এবার তৃণমূলকে কড়া টক্করের মুখে ফেলে দিয়েছে তারা। কোন জাদুমন্ত্রে বিজেপির এই উত্থান? রাজনৈতিক বিশেষজ্ঞরা বলছেন, জঙ্গলমহলে ঢুকেছে পশ্চিমি ঝঞ্ঝা। সম্প্রতি জঙ্গলমহলের জেলায় জেলায় বেড়েছে বজরং দলের আধিপত্য। সেই হিন্দুত্বের হাওয়াতেই পুরুলিয়ায় প্রবলভাবে উঠে আসছে বিজেপি, মত অনেকের।

আরও পড়ুন- বাঁকুড়ায় ৫টি গ্রাম পঞ্চায়েত জয় বিজেপির, খাতা খুলছে উত্তর দিনাজপুরেও

পরিস্থিতি এমন জায়গায় পৌঁছেছে যে নিকটতম বিজেপির প্রার্থীর চেয়ে পিছিয়ে রয়েছেন তৃণমূলের জেলা সভাধিপতিই। আর বাকি বিরোধীদের কী অবস্থা? ৩৪ বছর রাজ্য চালানো বামেরা পেয়েছে ৭৩টি আসন। 

আরও পড়ুন- 'সময় এলে প্রমাণ করে দেব,' জোড়া চ্যালেঞ্জ জিতে ইঙ্গিতপূর্ণ মন্তব্য দুধকুমারের

.