পঞ্চায়েত নির্বাচনে কত বাহিনী রয়েছে রাজ্যের কাছে? কমিশনারকে প্রশ্ন রাজ্যপালের

জানা গিয়েছে, রাজ্যপাল এদিন নির্বাচন কমিশনারের কাছে জানতে চান, ভোট কি কেন্দ্রীয় বাহিনীর প্রয়োজন রয়েছে, ভোটের নিরাপত্তার ব্যাপারে রাজ্য কী কী পদক্ষেপ করেছে, কী বাহিনী রয়েছে কমিশনারের কাছে- এসব বিষয়ে সবিস্তারে জানতে চান রাজ্যপাল কেশরীনাথ ত্রিপাঠী।

Updated By: Apr 4, 2018, 02:27 PM IST
পঞ্চায়েত নির্বাচনে কত বাহিনী রয়েছে রাজ্যের কাছে? কমিশনারকে প্রশ্ন রাজ্যপালের

নিজস্ব প্রতিবেদন:  পঞ্চায়েত ভোটের বাহিনী প্রস্তুতি নিয়ে নির্বাচন কমিশনার অমরেন্দ্রনাথ সিংয়ের কাছে তথ্য চাইলেন রাজ্যপাল কেশরীনাথ ত্রিপাঠী। মঙ্গলবার পঞ্চায়েত নির্বাচনের মনোনয়ন পেশের দ্বিতীয় দিনে রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে বিক্ষিপ্ত অশান্তির খবর আসে। তারপরই নির্বাচন কমিশনারকে তলব করেন রাজ্যপাল। বুধবার সকালে রাজ্যপালের সঙ্গে দেখা করেন অমরেন্দ্রনাথ সিং। সূত্রের খবর, পঞ্চায়েত নির্বাচনে কেন্দ্রীয় বাহিনী ইস্যু নিয়েই বৈঠকে আলোচনা হয়।

আরও পড়ুন: ঘরের মেঝেতে শুয়ে মা ও দুই ছেলে, জানলা দিয়ে উঁকি দিতেই ফাঁস যাদবপুরের এই বাড়ির রহস্য

জানা গিয়েছে, রাজ্যপাল এদিন নির্বাচন কমিশনারের কাছে জানতে চান, ভোট কি কেন্দ্রীয় বাহিনীর প্রয়োজন রয়েছে, ভোটের নিরাপত্তার ব্যাপারে রাজ্য কী কী পদক্ষেপ করেছে, কী বাহিনী রয়েছে কমিশনারের কাছে-  এসব বিষয়ে সবিস্তারে জানতে চান রাজ্যপাল কেশরীনাথ ত্রিপাঠী।

আরও পড়ুন:  পঞ্চায়েত মনোনয়নে জারি সংঘর্ষ, নির্বাচন কমিশনারকে তলব রাজ্যপালের

প্রসঙ্গত, মঙ্গলবার পঞ্চায়েত নির্বাচনের মনোনয়ন পেশের দ্বিতীয় দিনেও বীরভূম, মুর্শিদাবাদ, হুগলির আরামবাগ থেকে সংঘর্ষের খবর আসে। যার জেরে নির্বাচন কমিশনার অমরেন্দ্রকুমার সিংকে তলব করেন রাজ্যপাল। এই ঘটনায় রাজ্যপালের রাজনৈতিক নিরপেক্ষতা নিয়েই প্রশ্ন তুললেন তৃণমূল নেতা পার্থ চট্টোপাধ্যায়।

সাক্ষাতের পর সাংবাদিকদের প্রশ্নের উত্তরে রাজ্য নির্বাচন কমিশনার বলেন, 'আমি রাজ্যপালকে মনোনয়ন জমা ও নির্বাচনের অন্যান্য বিষয়ে জানিয়েছি। রাজ্যপাল সন্তুষ্ট হয়েছেন।'  এরপরই সাংবাদিকরা প্রশ্ন করেন, 'কেন্দ্রীয় বাহিনী নিয়ে কি কথা হয়েছে?' নির্বাচন কমিশনারের স্পষ্ট উত্তর, 'হ্যাঁ, হয়েছে।' এরপরই আর কোনও প্রশ্নের উত্তর দিতে রাজি হননি তিনি। 

.