গ্রাহদের জন্য অভিনব পরিষেবা এয়ারটেলের
গ্রাহকদের জন্য এবার নতুন চমক নিয়ে এলো দেশের বৃহত্তম টেলিকম অপারেটর ভারতী এয়ারটেল। অ্যামাজন ইন্ডিয়ার সঙ্গে যুক্ত হয়ে গ্রাহকদের জন্য দারুণ পরিষেবা নিয়ে এসেছে এয়ারটেল।
![গ্রাহদের জন্য অভিনব পরিষেবা এয়ারটেলের গ্রাহদের জন্য অভিনব পরিষেবা এয়ারটেলের](https://bengali.cdn.zeenews.com/bengali/sites/default/files/2018/01/13/105311-airtel-13-1-18.jpg)
ওয়েব ডেস্ক: গ্রাহকদের জন্য এবার নতুন চমক নিয়ে এলো দেশের বৃহত্তম টেলিকম অপারেটর ভারতী এয়ারটেল। অ্যামাজন ইন্ডিয়ার সঙ্গে যুক্ত হয়ে গ্রাহকদের জন্য দারুণ পরিষেবা নিয়ে এসেছে এয়ারটেল।
ভারতী এয়ারটেলের পোস্টপেইড গ্রাহকদের জন্য দারুণ খবর। গ্রাহকরা যাঁরা নতুন এয়ারটেলের পোস্টপেইড কানেকশন নিয়েছেন এবং যাঁরা আগে থেকেই পোস্টপেইড কানেকশন নিয়েছিলেন, যাঁরা ইতিমধ্যেই ৪৯৯ বা তার থেকে অতিরিক্ত মূল্যের ইনফিনিটি প্ল্যান রিচার্জ করেছেন, উভয় ক্ষেত্রের গ্রাহকরাই এয়ারটেলের অভিনব পরিষেবা পেতে পারেন। কিন্তু কী অভিনব পরিষেবা দিচ্ছে এয়ারটেল?
আরও পড়ুন : ফাটা গোড়ালির সমস্যায় ভুগছেন? জানুন কীভাবে এর থেকে মুক্তি পাবেন
অ্যামাজন প্রাইম মেম্বারশিপ করতে ৯৯৯ টাকা খরচ করতে হয়। কিন্তু অ্যামাজন ইন্ডিয়ার সঙ্গে যুক্ত হওয়ার কারণে এয়ারটেলের পোস্টপেইড গ্রাহকরা মাত্র ৪৯৯ বা তার থেকে অধিক মূল্যের ইনফিনিটি অফারে ১ বছরের জন্য অ্যামাজন প্রাইম মেম্বারশিপ পেয়ে যাবেন। ১ পয়সাও অতিরিক্ত খরচ করতে হবে না।
অ্যামাজন প্রাইম মেম্বারশিপে কী কী সুবিধা পাবেন গ্রাহকরা?
এই পরিষেবায় গ্রাহকরা আনলিমিটেড অ্যামাজন প্রাইম ভিডিও পেতে পারেন।