এবার ১১ ভাষায় পরিষেবা দেবে ভারতী এয়ারটেল

*১২১#। এয়ারটেল গ্রাহকরা এবার থেকে অবশ্যই মনে রাখুন এই টোল ফ্রি নম্বর। কারণ, এবার থেকে এই নম্বরে ফোন করলে এয়ারটেল গ্রাহকরা পেয়ে যাবেন ১১ ভাষার পরিষেবা। ইংরাজি, হিন্দি, বাংলা ছাড়াও এবার থেকে পাঞ্জাবী, মারাঠি, গুজরাটি এবং তামিল, কন্নড়, ওড়িয়া, অহমিয়া ভাষাতেও পরিষেবা দেবে 'ভারতের সবথেকে বড় টেলিকম সংস্থা' ভারতী এয়ারটেল। আরও পড়ুন- আর ডাউনলোড করা যাবে না ফেসবুক প্রোফাইল পিকচার 

Updated By: Jun 23, 2017, 05:29 PM IST
এবার ১১ ভাষায় পরিষেবা দেবে ভারতী এয়ারটেল

ওয়েব ডেস্ক: *১২১#। এয়ারটেল গ্রাহকরা এবার থেকে অবশ্যই মনে রাখুন এই টোল ফ্রি নম্বর। কারণ, এবার থেকে এই নম্বরে ফোন করলে এয়ারটেল গ্রাহকরা পেয়ে যাবেন ১১ ভাষার পরিষেবা। ইংরাজি, হিন্দি, বাংলা ছাড়াও এবার থেকে পাঞ্জাবী, মারাঠি, গুজরাটি এবং তামিল, কন্নড়, ওড়িয়া, অহমিয়া ভাষাতেও পরিষেবা দেবে 'ভারতের সবথেকে বড় টেলিকম সংস্থা' ভারতী এয়ারটেল। আরও পড়ুন- আর ডাউনলোড করা যাবে না ফেসবুক প্রোফাইল পিকচার 

ভারতী এয়ারটেলের পক্ষ থেকে জানানো হয়েছে, "এখন থেকে *১২১# ডায়াল করেই গ্রাহক তার পছন্দের ভাষা অনুযায়ী নিজের প্রয়োজনীয় তথ্য জেনে নিতে পারবে। কাস্টোমার কেয়ারের সঙ্গে কথা বলার জন্য এখন আর দীর্ঘক্ষণ অপেক্ষা করার দরকার নেই। আর এতে সময়ও লাগবে খুব কম।" 

.