লঞ্চ হল Bajaj V15 মোটরসাইকেলের নতুন ভার্সান!

এ বার জেনে নেওয়া যাক Bajaj V15 সম্পর্কে কয়েকটি গুরুত্বপূর্ণ তথ্য...

Updated By: Dec 22, 2018, 11:40 AM IST
লঞ্চ হল Bajaj V15 মোটরসাইকেলের নতুন ভার্সান!

নিজস্ব প্রতিবেদন: লঞ্চ হল Bajaj V15 মোটরসাইকেলের নতুন ভার্সান। ২০১৬ সালে লঞ্চ করার পর এই প্রথমবার আপডেট করা হল Bajaj-এর ১৫০ সিসি ইঞ্জিনের V15 মোটরসাইকেলটি।

টানা ১৭ বছর ধরে ভারতের বাইক বাজারের সিংহভাগ নিজেদের দখলে রেখেছে Bajaj-এর মোটরসাইকেলগুলি। সংস্থার পক্ষ থেকে Bajaj V15-র নতুন এই ভার্সনের নাম অপরিবর্তিতই রাখা হয়েছে। আসুন এ বার জেনে নেওয়া যাক Bajaj V15 সম্পর্কে কয়েকটি গুরুত্বপূর্ণ তথ্য।

আরও পড়ুন: ১ জানুয়ারি থেকে কোন টিভি চ্যানেলের কত দাম হচ্ছে জানেন? দেখে নিন

প্রযুক্তিগত ভাবে Bajaj V15-এর পুরনো মডেলের সঙ্গে নতুন Bajaj V15 মডেলের খুব একটা ফারাক নেই। Bajaj V15-এর পিছনের চাকায় রয়েছে ১৩০ মিমি ড্রাম ব্রেক আর সামনে রয়েছে ২৪০ মিমি ডিস্ক ব্রেক। এরই সঙ্গে রয়েছে টেলিস্কোপিক সাসপেনশনও। তবে নতুন আপডেটেও Bajaj V15-এ এবিএস (অ্যান্টি-লক ব্রাকিং সিস্টেম) নেই।

Bajaj V15-এ রয়েছে ১৪৯.৫ সিসি সিঙ্গল-সিলিন্ডার এয়ার কুল্ড ইঞ্জিন। Bajaj V15-এর এই নতুন মডেলের ইঞ্জিন থেকে ১২.৮ বিএইচপি এবং ১৩.৪ এনএম টর্ক পাওয়া যাবে। Bajaj V15-এ রয়েছে মোট পাঁচটি গিয়ার (একটি নীচে ও চারটি উপরে)।

মুম্বইতে Bajaj V15-এর দাম (এক্স শো-রুম) ৬৭,১৮৭ টাকা।

.