জীবাণু হামলার হুমকি এল তথ্য প্রযুক্তি সংস্থা উইপ্রোতে

এবার জীবাণু হামলার হুমকি এল তথ্য প্রযুক্তি সংস্থা উইপ্রোতে। বেঙ্গালুরুতে উইপ্রোর অফিসে এসেছে এমনই হুমকি ই-মেল। বলা হয়েছে, ২৫শে মে-র মধ্যে ইলেকট্রনিক পেমেন্ট সিস্টেমের মাধ্যমে দিতে হবে ৫০০ কোটি। আর তা না পেলেই ড্রোন মারফত চালানো হবে জীবাণু হামলা।

Updated By: May 7, 2017, 09:50 AM IST
জীবাণু হামলার হুমকি এল তথ্য প্রযুক্তি সংস্থা উইপ্রোতে

ওয়েব ডেস্ক : এবার জীবাণু হামলার হুমকি এল তথ্য প্রযুক্তি সংস্থা উইপ্রোতে। বেঙ্গালুরুতে উইপ্রোর অফিসে এসেছে এমনই হুমকি ই-মেল। বলা হয়েছে, ২৫শে মে-র মধ্যে ইলেকট্রনিক পেমেন্ট সিস্টেমের মাধ্যমে দিতে হবে ৫০০ কোটি। আর তা না পেলেই ড্রোন মারফত চালানো হবে জীবাণু হামলা।

আরও পড়ুন- নকশায় গলদ; RITES-এর নির্দেশে পিলার বদল দক্ষিণেশ্বর স্কাইওয়াকের

জীবাণু ছড়িয়ে দেওয়া হবে ক্যাফেটেরিয়ার খাবার বা শৌচাগারের মাধ্যমে। ইতিমধ্যেই থানায় অভিযোগ দায়ের করেছে উইপ্রো কর্তৃপক্ষ। বলা হয়েছে এখনও পর্যন্ত তাদের অপারেশনে কোনও প্রভাব পড়েনি। অজ্ঞাতপরিচয়ের কাছ থেকে আসা ওই ইমেলের সঙ্গে একটি  পেমেন্ট লিঙ্কও দেওয়া হয়েছে। দু হাজার তেরো সালেও একবার এমন হুমকি ইমেল এসেছিল উইপ্রোর দফতরে।

.